বাংলাদেশ

সারাদেশে ডিসেম্বরে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঘটেছে প্রাণহানি

সারাদেশে ডিসেম্বরে ২৩৬০ অগ্নিকাণ্ড, ঘটেছে প্রাণহানি
গেল বছরের ডিসেম্বর মাসেই সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে ঢাকা সিটি করপোরেশন এলাকায় ১৯২টি আগুনের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ১৮ জন। আর প্রাণ হারিয়েছেন ৮ জন। নভেম্বর মাস থেকে ডিসেম্বর মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়েছে। বুধবার (৩ জানুয়ারি) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়। ফায়ার সার্ভিসের জেলা ভিত্তিক তথ্য বলছে, ডিসেম্বর মাসে সারাদেশে ২ হাজার ৩৬০টি অগ্নিকাণ্ডের ঘটনার মধ্যে ঢাকা বিভাগে ৫৭১টি, ময়মনসিংহ বিভাগে ৯৫টি, চট্টগ্রাম বিভাগে ৩০৮টি, রাজশাহী বিভাগে ৪৪৫টি, খুলনা বিভাগে ১৬০টি, সিলেট বিভাগে ৮০টি, বরিশাল বিভাগে ৯৭টি ও রংপুর বিভাগে ৬০৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস আরও জানায়, ডিসেম্বর মাসে সারাদেশ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আগুন ও বিভিন্ন দুর্ঘটনায় ৪ হাজার ৬১০টি কলের মাধ্যমে সেবা প্রদান করেছে। এছাড়া ৯৪৬টি কলের মাধ্যমে ৯৪১ জন রোগী পরিবহন করে অ্যাম্বুলেন্স সেবা দিয়েছে ফায়ার সার্ভিস কর্মীরা। উল্লেখ্য, ডিসেম্বর সারাদেশে নদী,পুকুর বা পানিতে ডুবে ২৪ জন নিহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন সারাদেশে | ডিসেম্বরে | ২৩৬০ | অগ্নিকাণ্ড | ঘটেছে | প্রাণহানি