আইন-বিচার

হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন পবন

হাইকোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেলেন পবন
আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাতিল হওয়া লক্ষীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের (ঈগল প্রতীক) প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে হাইকোর্টে। বুধবার (৩ জানুয়ারি) বিকেলে বিচারপতি মনিরুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ পবনের প্রার্থিতা বাতিলের নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন। এর ফলে তাঁর আর নির্বাচন করতে বাধা নাই। এ সময় নির্বাচনবিধি মেনে চলতে হাবিবুর রহমানকে নির্দেশও দিয়েছেন আদালত। এর আগে নির্বাচনী অপরাধ ও অনিয়মে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুরে ইসির উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়। গেলো ৩০ ডিসেম্বর লক্ষ্মীপুর জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তাকে ফোনে হুমকি প্রদানের অভিযোগ ওঠে পবনের বিরুদ্ধে। আচরণবিধি ভঙ্গের কারণে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিলের ঘটনা দ্বাদশ জাতীয় নির্বাচনে এটিই প্রথম ছিল। প্রার্থিতা ফিরে পেয়ে পবন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।      

এ সম্পর্কিত আরও পড়ুন হাইকোর্টের | আদেশে | প্রার্থিতা | ফিরে | পেলেন | পবন