ক্রিকেট

সাকিবের প্রচারণায় ভোটের মাঠে সৌম্য, সাব্বির ও রনি তালুকদাররা

সাকিবের প্রচারণায় ভোটের মাঠে সৌম্য, সাব্বির ও রনি তালুকদাররা
খেলার মাঠ থেকে সরাসরি রাজনীতিতে এসে সংসদে যাওয়ার লড়াই করছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ক্ষমতাসীন দলের টিকেটে মাগুরা-১ আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করতে চান তিনি। সেই লক্ষ্যে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে নিয়মিত প্রচার প্রচারণা করে যাচ্ছেন তিনি। বুধবার (৩ জানুয়ারি) সকালে মাগুরা শহরের বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করতে দেখা গেছে নিউজিল্যান্ড থেকে দেশে ফেরা সৌম্য সরকার, রনি তালুকদারকে। সঙ্গে ছিলেন সাব্বির রহমান, মুক্তার আলি, নাজমুল অপুর মতো ক্রিকেটাররাও। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গেলো ১ জানুয়ারি নিউজিল্যান্ড থেকে দেশে ফেরে বাংলাদেশ দল। এরপর একদিন বিশ্রাম নিয়ে মাগুরায় হাজির হন সৌম্য ও রনি তালুকদার। ভোটের প্রচারে মাঠে নেমেছেন সাকিবের সতীর্থরা। মাগুরা-১ আসনে সাকিবের প্রতিদ্বন্দ্বী রয়েছেন পাঁচজন। এই আসনটিতে ভোটার রয়েছেন চার লাখ ৪৯১ জন। ভোটারদের ভোটকেন্দ্রে আসতে নিয়মিত আহ্বান জানাচ্ছেন সাকিব। তার ভাষ্য, তাকে ভোট না দিলেও যেন ভোটাররা ভোটকেন্দ্রে আসেন। ভোট দেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সাকিবের | প্রচারণায় | ভোটের | মাঠে | সৌম্য | সাব্বির | ও | রনি | তালুকদাররা