রাজনীতি

ক্রিকেট এবং রাজনীতি একসাথে চালিয়ে যেতে চাই : সাকিব

ক্রিকেট এবং রাজনীতি একসাথে চালিয়ে যেতে চাই : সাকিব
ক্রিকেট এবং রাজনীতি দু'টোই চালিয়ে যেতে চাই। যেমন ক্রিকেট খেলব একইভাবে রাজনীতিতেও সময় দেব। বললেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা ১ আসনের আওয়ামী লীগ মনোনিত প্রার্থী ও ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান। গেলো বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাতে প্রচারণা শেষে এক সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে তিনি এ কথা বলেন। সাকিব বলেন, মিডিয়ায় আমাকে দেখে মনে হতে পারে আমার কোনো পরিবর্তন এসেছে। আসলে আমার কোনো ধরনের পরিবর্তন আসেনি। আমার বন্ধুবান্ধব পরিবারের কাছে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন আমি কেমন। আগে হয়তো ছোট পরিসরে মিশেছি এখন একটু বড় পরিসরে। ভোট পাওয়ার বিষয়ে সাকিব বলেন, আমি সব বয়সী নর-নারী, ছেলে-মেয়েদের কাছে গিয়েছি এবং অনুরোধ করেছি। এবং আমি খুব আশাবাদী। কিন্তু বাকিটা জানা যাবে নির্বাচনের পর। এখন তো আমি ভবিষ্যৎবাণী করতে পারব না। তিনি আরও বলেন, সেলফি তোলাতে আমার কোনো ক্ষতি হয়নি বরং লাভ হয়েছে। যারা সেলফি তুলেছে তারা নিজেরা ভোটার না হলেও বাবা মায়ের কাছে গিয়ে বলবে আমাকে ভোট দিতে। এটাই আমার লাভ। প্রসঙ্গত, এই প্রথম ভোটের মাঠে প্রতিদ্বন্দিতা করছেন সাকিব। জাতীয় দলের অন্য ক্রিকেটারদের সাথে গতকাল তার হয়ে প্রচারণা চালিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও নড়াইল ২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

এ সম্পর্কিত আরও পড়ুন ক্রিকেট | রাজনীতি | একসাথে | চালিয়ে | যেতে | চাই | | সাকিব