জাতীয়

ভোট দিলেন শেখ রেহানা

ভোট দিলেন শেখ রেহানা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন বঙ্গবন্ধুর ছোট কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। রোববার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশান মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক। ভোট দিয়ে বিজয়ের ব্যাপারে সবার দোয়া চান শেখ রেহানা। একইসঙ্গে সবাই যেন ভোট দিতে পারে, সেই শুভকামনাও করেন তিনি। এ সময় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ভোট দেয়ার পর তার সংক্ষিপ্ত প্রতিক্রিয়ার সমাপ্তি টানেন। এর আগে সকাল ৮টার দিকে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, কন্যা সায়মা ওয়াজেদ পুতুল, বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক। এদিন সকাল আটটা থেকে দেশের ২৯৯টি আসনে চলছে দ্বাদশ জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, চলবে বেলা চারটা পর্যন্ত।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোট | দিলেন | শেখ | রেহানা