দেশজুড়ে

ধামরাইয়ে তীব্র শীত উপেক্ষা করে ভোট উৎসব

ধামরাইয়ে তীব্র শীত উপেক্ষা করে ভোট উৎসব
ঢাকা-২০ ধামরাই আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলার সকল কেন্দ্রে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছে। তীব্র শীত উপেক্ষা করে ভোটাররা সকাল থেকেই ভোটকেন্দ্রে পৌঁছেছেন ভোট দেয়ার জন্য। সকালে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছু বাড়তে থাকে। দুপুর পর্যন্ত উপজেলার কোথাও থেকে কোনো অনিয়ম বা নির্বাচনী সংঘর্ষের খবর পাওয়া যায়নি। সরেজমিনে বিভিন্ন ভোটকেন্দ্রে ঘুরে দেখা গেছে, সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অনেক কম তবে এদের মধ্যে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-২০ ধামরাই আসনে মোট ৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেছেন। ধামরাই আসনটিতে এবার ১৪৯টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে ৩ লাখ ৫৪ হাজার ৮৭২জন।এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৭৭হাজার ৫৪ জন। আর মহিলা ভোটার সংখ্যা রয়েছে ১ লাখ ৭৭হাজার ৮১৮জন। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আসনটিতে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিপুল পরিমাণ সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন ছিলো।    

এ সম্পর্কিত আরও পড়ুন ধামরাইয়ে | তীব্র | শীত | উপেক্ষা | করে | ভোট | উৎসব