জাতীয়

পঞ্চমবারে মতো ক্ষমতায় আসছেন শেখ হাসিনা : দ্যা গার্ডিয়ান

পঞ্চমবারে মতো ক্ষমতায় আসছেন শেখ হাসিনা : দ্যা গার্ডিয়ান
নির্বাচনের মাধ্যমে পঞ্চমবারের মতো ক্ষমতায় আসার পথ সুগম করছেন শেখ হাসিনা। নির্বাচন বয়কট করেছে প্রধান বিরোধী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন বয়কটা করায় বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেন তিনি। রোববার (৭ জানুয়ারি) ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দারিদ্র্যপীড়িত দেশে শেখ হাসিনা ব্যতিক্রমী অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছেন। কিন্তু তার সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী দলকে দমন পীড়নের অভিযোগ রয়েছে। এতে আরও বলা হয়, শেখ হাসিনার দল যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন,  সেখানে প্রায় কোনো কার্যকর প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছে না। কিন্তু আইনসভাকে একদলীয় প্রতিষ্ঠান হিসেবে পরিণত না করার প্রচেষ্টায় কয়েকটি আসনে প্রার্থী দেয়া থেকে বিরত থেকেছে দলটি। বিএনপির কর্মকান্ড নিয়ে এতে বলা হয়, নির্বাচনকে ভুয়া আখ্যা দিয়ে বিএনপি ধর্মঘটের ডাক দিয়েছে এবং  জনগণকে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছে। কিন্তু শেখ হাসিনা, গণতান্ত্রিক ব্যবস্থায় আস্থা রেখে জনগণকে ভোট দিতে আহ্বান জানিয়েছেন। ঢাকা সিটি কলেজে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যহত রাখতে তিনি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পঞ্চমবারে | মতো | ক্ষমতায় | আসছেন | শেখ | হাসিনা | | দ্যা | গার্ডিয়ান