আর্কাইভ থেকে সরকারি

তথ্য আপা প্রকল্পে ৫৪ জনের বিশাল চাকরি

তথ্য আপা প্রকল্পে ৫৪ জনের বিশাল চাকরি

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন মহিলা সংস্থার ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্প সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে দেশের বিভিন্ন উপজেলা পর্যায়ে লোকবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা অনলাইনে আবেদন  করতে পারবেন।

প্রকল্পের নাম- তথ্য আপা

পদের নাম- তথ্য-সেবা সহকারী

পদ-সংখ্যা -৫৪ 

আবেদন যোগ্যতা
*** কমপক্ষে এইচএসসি বা সমমান পাস।
*** বেসিক আইটিতে ডিপ্লোমা।
*** মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, স্কাইপে, টুইটার, লিংকডইন, ভিডিও কনফারেন্সিং পরিচালনায় দক্ষ হতে হবে।
*** সংশ্লিষ্ট বিষয়ে Aptitude Test-এ উত্তীর্ণ হতে হবে।
*** বাইসাইকেল চালনায় পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
*** বয়সসীমা ৩০ বছর

বেতন ও ভাতা
৯,৩০০-২২,৬৯০ টাকা স্কেলে।
প্রকল্পের বেতন ভাতা রীতি অনুসারে অন্যান্য সুবিধা।

আবেদন যেভাবে
আগ্রহীরা অনলাইনে https://erecruitment.bcc.gov.bd এই ঠিকানায় আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ
৮ এপ্রিল, ২০২১ পর্যন্ত

এস

এ সম্পর্কিত আরও পড়ুন তথ্য | আপা | প্রকল্পে | ৫৪ | জনের | বিশাল | চাকরি