আর্কাইভ থেকে ইউরোপ

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার

২০১৯ সালে দেশটির সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এভো মোরালেসের বিরুদ্ধে অবৈধভাবে অভ্যুত্থান করার দায়ে বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জিনাইন আনেজসহ একাধিক সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে।

ওই সময় পদত্যাগ করে বলিভিয়া ছাড়তে বাধ্য হন জনপ্রিয় নেতা মোরালেস। এরপর নিজেকে প্রেসিডেন্ট হিসাবে ঘোষণা করেন জিনাইন আনেজ। এরপর তার অধীনেই বলিভিয়ায় আবারও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতেও নিরঙ্কুশ জয় পান মোরালেসের দল মাস সোশ্যালিস্ট পার্টি। সমাজতান্ত্রিক দলটি এখন বলিভিয়ার ক্ষমতায়। 

২০১৯ সালের অভ্যুত্থানের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে দেশটি। 

আনেজের দাবি, তিনি মোরালেসের রাজনৈতিক হিংসার শিকার। তাকে শনিবার সকালে গ্রেফতার করা হয়। 
দেশটির ত্রিনিদাদ শহর থেকে তার গ্রেফতারের খবর ফেসবুকে ঘোষণা করেন বর্তমান সরকারের মন্ত্রী এডুয়ার্ডো ডেল কাস্টিলো। তাকে বিমানে করে লা পাজে নিয়ে আসা হয়েছে। 

তার বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ ও ষড়যন্ত্রের মামলা করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে দেশটির সাবেক জ্বালানি মন্ত্রী রদ্রিগো গুজম্যান ও সাবেক বিচারমন্ত্রী আলভারো কোইমব্রাকেও।

রাইদুল শুভ

এ সম্পর্কিত আরও পড়ুন বলিভিয়ার | সাবেক | প্রেসিডেন্ট | গ্রেফতার