বাংলাদেশ

পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত নৌকার ৭ কর্মী

পরাজিত প্রার্থীর সমর্থকদের হামলায় আহত নৌকার ৭ কর্মী
পটুয়াখালী-৪ (কলাপাড়া ও রাঙ্গাবালী) আসনে পরাজিত  ঈগল মার্কার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হয়েছেন নৌকার ৭ কর্মী। নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য  মহিববুর রহমানকে  শুভেচ্ছা জানাতে যাবার পথে, ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা তাদের কুপিয়ে রক্তাক্ত করেছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার (৮ জানুয়ারি) সকাল ১০টার দিকে কলাপাড়া উপজেলার টিয়াখালী হাটখোলা বাজার সংলগ্ন মুজিব কিল্লার পাশে এ ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ। পুলিশ ও স্থানীয়রা জানান, কলাপাড়ার টিয়াখালী হাটখোলা বাজার থেকে নবনির্বাচিত এমপি মহিবুর রহমানের সঙ্গে দেখা করতে উপজেলা আওয়ামী লীগ অফিসের উদ্দেশে রওনা দেন তার কয়েকজন কর্মী-সমর্থক। বাজার সংলগ্ন মুজিব কিল্লা এলাকায় পৌঁছালে টিয়াখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সুজন মোল্লার নেতৃত্বে ঈগল প্রতীকের সমর্থকরা তাদেরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন মোল্লা অভিযোগ অস্বীকার করে বলেন, আহত ব্যক্তিরা টিয়াখালীর জুয়েল প্যাদা হত্যা মামলার আসামি। তাঁরা নৌকার সমর্থক। সাবেক ইউপি সদস্য খোকন প্যাদা ছিলেন স্বতন্ত্র প্রার্থী ঈগলের সমর্থক। গতকাল ভোটের দিন টিয়াখালীর দুটি ভোটকেন্দ্রে হামলার ঘটনা ঘটে। এর জেরে আজ সকালে খোকন প্যাদার বাড়িতে গিয়ে বশির উদ্দিন, মিজান, শিপনসহ কয়েকজন হামলা চালান। এতে খোকন প্যাদার বাবা ফারুক প্যাদা আহত হন। এলাকাবাসীসহ ঈগলের সমর্থকেরা প্রতিরোধ করতে গেলে দুপক্ষের মধ্যে মারামারি হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন ভূঁইয়া বলেন, হামলায় আহত ৭ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বরিশালে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, পটুয়াখালী ৪ আসনে এবার ঈগল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে হেরে যান সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুবুর রহমান।

এ সম্পর্কিত আরও পড়ুন পরাজিত | প্রার্থীর | সমর্থকদের | হামলায় | আহত | নৌকার | ৭ | কর্মী