আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের গাড়িতে জঙ্গি হামলা : নিহত ৫

পাকিস্তানে পুলিশের গাড়িতে  জঙ্গি হামলা : নিহত ৫
পাকিস্তানের খাইবার পাকতুন প্রদেশের বাজাউর জেলায় পুলিশ  বহনকারী একটি গাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন ৫ পুলিশ। আহত হয়েছেন আরও ২৭ জন। হামলার দায় স্বিকার করেছে জঙ্গি সংগঠন তেহরিক ই তালেবান। সোমবার (৮ জানুয়ারি) পাকিস্তানের বাজাউর জেলার মামুন্দ তেশলি এলাকায় ঘটনাটি ঘটে। পাকিস্তান জেলা পুলিশ কর্তা কাশিফ জুলফিকার এর বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানের গণমাধ্যম দ্যা ডন। জেলার সিনিয়র সরকারি কর্মকর্তা আনোয়ারুল হক জানান, একটি পুলিশ ভ্যানে “এন্টি পোলিও টিকা ক্যাম্পেইন” প্রতিরোধের জন্য ২৫ জন পুলিশ সদস্য যাচ্ছিলো। এ সময়ে  গাড়িটি লক্ষ্য করে আইইডি (ইম্প্রোভাইস এক্সপ্লোসিভ ডিভাইস) হামলা চালানো হয়। মালাকান্দ বিভাগীয় কমিশনার সাকিব রাজা জানান, বিস্ফোরণের কারণে ঐ এলাকার পোলিও টিকা দান কর্মসূচি স্থগিত করা হয়েছে। আশেপাশের বেশ কিছু জেলায় সর্বোচ্চ সতর্কতা জারী করা হয়েছে। জেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ ওয়াজির খান সাফি জানান, তাদের হাসপাতালে ১২ জন আহত ব্যাক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য আরও ১০ জন গুরুতর আহত ব্যক্তিকে  পেশোয়ারে  পাঠানো হয়েছে । এ হামলার ঘটনায় পাকিস্তানের প্রধানমন্ত্রী গভীর শোক প্রকাশ করেছেন।  নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনায়ও জানান তিনি। এসময়ে পাকিস্তান থেকে পোলিও ভাইরাস নির্মূল হওয়ার আগ পর্যন্ত এই ক্যাম্পেইন যেকোন মূল্যে চালিয়ে যাবার প্রত্যয় ঘোষণা করেন তিনি।  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তানে | পুলিশের | গাড়িতে | | জঙ্গি | হামলা | | নিহত | ৫