বাংলাদেশ

একটি দলের নির্বাচন হয়েছে: রিজভী

একটি দলের নির্বাচন হয়েছে: রিজভী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন জনগণ স্বতঃস্ফূর্তভাবে বর্জন করেছে। আমরা-আর মামুরা মিলে নির্বাচন করেছে আওয়ামী লীগ। একটি দলের নির্বাচন হয়েছে। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (০৯ জানুয়ারি) সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে ও আশপাশে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকে নির্বাচন বর্জন করায় দেশবাসী ও সাধারণ মানুষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, নির্বাচনের দিন সকাল ১০টার মধ্যেই ইসি সচিব বলেন, কারা এমপি হবেন তা ঠিক করা আছে। তবুও এই নির্বাচনে তারা নিজেরা মারামারি ও সহিংসতা ঘটিয়েছে। একজন আরেকজনকে হত্যা করেছে। এভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। এর আগে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে 'ডামি ও প্রহসন' আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিলের দাবি জানায় বিএনপিসহ সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। এই দাবিতে আজ (মঙ্গলবার) এবং আগামীকাল (বুধবার) দুই দিন গণসংযোগ কর্মসূচি ঘোষণা করে তারা। তার অংশ হিসেবে সকালে এই কর্মসূচি পালন করে বিএনপি।

এ সম্পর্কিত আরও পড়ুন দলের | নির্বাচন | হয়েছে | রিজভী