ঢালিউড

১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতেন নায়িকা নিপুণ

১২ ঘণ্টা দাঁড়িয়ে কাজ করতেন নায়িকা নিপুণ
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নিপুণ আক্তার। এফ আই মানিক পরিচালিত পিতার আসন চলচ্চিত্রের মাধ্যমে ২০০৬ সালে রূপালী পর্দায় পা রাখেন তিনি। এরপর বেশ কয়েকটি সিনেমায় কাজ করে দুইবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এ নায়িকা। নিপুন তার স্বামী এবং মেয়ে তানিশার সঙ্গে লস অ্যাঞ্জেলেসে ২০০৬ সাল পর্যন্ত ছিলেন। পরে বিচ্ছেদ ঘটে এ নায়িকার। বিচ্ছেদের পর বেশ যুদ্ধ করে জীবন কাটাতে হয়েছে তাকে। বিদেশের মাটিতে নিজের থাকার জায়গা না থাকায় বিচ্ছেদের পর তার বোনের এক বান্ধবীর বাসায় ওঠেন নিপুণ।
নিপুণ-আক্তার
নিপুণ-আক্তার
এক সাক্ষাৎকারে নিপুণ বলেন, আমার বিচ্ছেদের পর আপুর বান্ধবীর বাসা থেকেই আমি একটি চাকরি খুঁজতে থাকি। শেষ পর্যন্ত একটি স্বর্ণের দোকানে কাজ পাই। এরপর সপ্তাহে দুদিন ১২ ঘণ্টা করে দাঁড়িয়ে কাজ করেছি। পরে বড় কফি শপে চাকরি পেয়ে যাই। নিপুণ আরও বলেন, আমার তখনকার কাজেই সেই অভিজ্ঞতাই এখন আমার ব্যবসায় বেশ কাজে লাগছে। আসলে সফলতা পেতে হলে কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া কিন্তু সফলতা আসবে না। প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি নিজস্ব টিউলিপ নামের একটি পার্লার পরিচালনা করছেন নিপুণ। পাশাপাশি তার টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও আছে।

এ সম্পর্কিত আরও পড়ুন ১২ | ঘণ্টা | দাঁড়িয়ে | কাজ | করতেন | নায়িকা | নিপুণ