আন্তর্জাতিক

কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পেলেন ফরাসিরা

কনিষ্ঠতম প্রধানমন্ত্রী পেলেন ফরাসিরা
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ৩৪ বছর বয়সী গ্যাব্রিয়েল আত্তাল। এর মধ্য দিয়ে তিনি ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস তৈরি করলেন। মঙ্গলবার (৯ জানুয়ারি) গ্যাব্রিয়েলকে নিয়োগ দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বৃটিশ বার্তা সংস্থার প্রতিবেদনে বলা হয়, ফরাসি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে এতদিন দেশটির শিক্ষামন্ত্রীর পদে দায়িত্ব পালন করছিলেন গ্যাব্রিয়েল আত্তাল। ২৯ বছর বয়সে এ দায়িত্ব পেয়েছিলেন তিনি। দেশটির সদ্য সাবেক প্রধানমন্ত্রী এলিজাবেথ বোর্নের স্থলাভিষিক্ত হয়েছেন। বিবিসি জানিয়েছে, গ্যাব্রিয়েলের আগে ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ছিলেন সমাজতান্ত্রিক লরেন্ট ফ্যাবিয়াস। ১৯৮৪ সালে ফ্রাঙ্কোইস মিটাররান্ড তাকে নিয়োগ দেন। দায়িত্ব গ্রহণের সময় লরেন্টের বয়স ছিল ৩৭ বছর। রাজনীতিতে দ্রুতই সাফল্য পান আত্তাল, দশ বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অখ্যাত উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ড বহনকারী একজন সদস্য ছিলেন মাত্র। ২০১৭ সালে বর্তমান প্রেসিডেন্ট ম্যাক্রোর সরকার গঠনের সময় পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন আত্তাল। বিবিসি আরও জানায়, জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন গ্যাব্রিয়েল আত্তালের হাতে থাকবে। প্রসঙ্গত, কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর পাশাপাশি ফ্রান্সের প্রথম সমকামি প্রধানমন্ত্রীও গ্যাব্রিয়াল আত্তাল।

এ সম্পর্কিত আরও পড়ুন কনিষ্ঠতম | প্রধানমন্ত্রী | পেলেন | ফরাসিরা