ফুটবল

ফুরিয়ে যাচ্ছে ফুটবলের ভাণ্ডার

ফুরিয়ে যাচ্ছে ফুটবলের ভাণ্ডার
যেন ফুরিয়ে যাচ্ছে ফুটবলের ভাণ্ডার। ফুটবল ইতিহাসে খেলোয়াড় ও কোচ দুই ভূমিকাতেই বিশ্বকাপ জিতেছেন মাত্র তিন ব্যক্তি। তাদের মধ্যে একজন ব্রাজিলিয়ান কিংবদন্তি মারিও জাগালো কিছুদিন আগে না ফেরার দেশে চলে গিয়েছিলেন। এবার পৃথিবীকে বিদায় জানালেন জার্মান কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। ৮ জানুয়ারি সোমবার ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেয় বেকেনবাউয়ারের মৃত্যুর সংবাদ। বায়ার্ন মিউনিখের সাবেক এই ডিফেন্ডারের পৃথিবী ছাড়লেন ৭৮ বছর বয়সে। তার মৃত্যুতে চারপাশজুড়ে যেন বিরাজ করছে শূন্যতা, ভক্ত-সমর্থকদের বুক থেকে আর্তনাদও ভেসে আসছে। ১৯৭৪ সালে সেই সময়ের পশ্চিম জার্মানির বিশ্বকাপ জয়ে সামনে থেকে নেতৃত্ব দেন বেকেনবাওয়ার। পরে কোচ হিসেবে ১৯৯০ বিশ্বকাপে জিতেন শিরোপা। বায়ার্নের খেলোয়াড় ও কোচ হিসেবেও জার্মানির শীর্ষ লিগের ট্রফি জয়ের স্বাদ পান তিনি। আরও অনেক রেকর্ড-অর্জনে ভাস্বর তার ক্যারিয়ার। খেলোয়াড়, কোচ এবং অধিনায়ক হিসেবে তাঁর অবদান পেলে-ম্যারাডোনার মতোই এক পাল্লায় ওজন করা হয়। আশি ও নব্বই দশকে বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে পেলে ও ম্যারাডোনার পাশাপাশি তাঁর নামটাই উচ্চারিত হয়েছে সবচেয়ে বেশি।  

এ সম্পর্কিত আরও পড়ুন ফুরিয়ে | যাচ্ছে | ফুটবলের | ভাণ্ডার