আন্তর্জাতিক

বিষপ্রয়োগে একই পরিবারের ১১ জন নিহত

বিষপ্রয়োগে  একই পরিবারের ১১ জন নিহত
পাকিস্তানের খায়বার পাখতুনখোয়া প্রদেশে একটি বাড়িতে একই পরিবারের ১১ জনের লাশ পাওয়া গেছে। পুলিশ এর ধারণা, নিহতদের বিষপান ও নির্যাতন করে হত্যা করা হয়েছে । গেলো বুধবার (১০ জানুয়ারি) খায়বার পাখতুনখোয়া প্রদেশে লাকি মারওয়াতের শেখ নিয়াজী কুর্না তখতিখেল এলাকায় ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে পকিস্তানের গণমাধ্যম “দ্যা ডন”। ডনের খবরে বলা হয়েছে, ওই এলাকায় শিশুসহ একই পরিবারের ১১ সদস্যকে তাদের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রদেশের এক পুলিশ কর্মকর্তা বলেন, নিহতরা হলেন- দুই ভাই, তাদের দুই স্ত্রী এবং তাদের ছয় সন্তান। তাদেরকে দুই-তিন দিন আগে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ওই কর্মকর্তা আরও জানান, নিহতদের মধ্যে সরদরাজের ছেলে সরদরাজ তাবেদার, তার স্ত্রী সওদানা বিবি, মেয়ে মুজলেফা ও বসরিনা বিবি এবং ছেলে আল্লাহ নূর ও আবদুল রহিম, পাশাপাশি সরদরাজের আরেক ছেলে আমালদার, তার স্ত্রী গুলদানা, ছেলে আমিরুল্লাহ  এবং নাইফা ও নূরবানা নামে মেয়েরাও রয়েছেন। নিহত ব্যক্তিদের এক প্রতিবেশী জানান, আমালদারের মেয়ে চামতির বিয়ে হয়েছিল উত্তর ওয়াজিরিস্তান উপজাতীয় জেলার মাদাখেল এলাকার বাসিন্দা সাদ্দার খানের ছেলের সঙ্গে, যিনি বর্তমানে বান্নু জেলার ঘোরিওয়ালা শহরে বসবাস করতেন। তিনি দাবি করেন, কয়েকদিন আগে সাদ্দার খান আমালদারের বাড়িতে রাত কাটিয়েছেন। তার দাবি, সাদ্দার খান হত্যাকাণ্ডের পেছনে রয়েছে কারণ তিনি এবং তার ছেলে ছামতি বিবির প্রতি অসন্তুষ্ট ছিলেন। স্থানীয় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ১১ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রসঙ্গত, খাইবার পাখতুনখোয়ার তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী অবসরপ্রাপ্ত বিচারপতি আরশাদ হুসেন শাহ লাকি মারওয়াত এলাকায় হত্যাকাণ্ডের বিষয়ে অবগত হয়েছেন এবং প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শককে তার কাছে একটি প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। খুনিদের দ্রুত গ্রেফতারের নির্দেশও দেন তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন বিষপ্রয়োগে | | একই | পরিবারের | ১১ | জন | নিহত