বাংলাদেশ

অর্থনীতিবিদ, ঢাবি শিক্ষক, কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী

অর্থনীতিবিদ, ঢাবি শিক্ষক, কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী এবং অর্থমন্ত্রী
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধ্স জয়ের পর নতুন মন্ত্রিসভা গঠন করেছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকে নিয়োগ দিয়ে নতুন এই মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এদিন সন্ধ্যায় বঙ্গভবনে তাদের শপথ বাক্য পাঠ করান  রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন মন্ত্রিসভায় অর্থমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন আবুল হাসান মাহমুদ আলীও। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিভাগের স্নাতক(১৯৬২) ও স্নাতকোত্তর(১৯৬৩) এবং পরবর্তীতে একই বিশ্ববিদ্যালয়ে একই বিভাগের শিক্ষক(১৯৬৪-৬৬)আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকতা ছেড়ে তৎকালীন পাকিস্তান ফরেন সার্ভিসে যোগ দেন। স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের হয়ে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ১৯৪৩ সালের ২ জুন দিনাজপুরে জন্মগ্রহণকারী পেশাদার এই কূটনীতিক  বিভিন্ন দেশে কুটনৈতিক দ্বায়িত্ব পালন শেষে দেশে ফেরার পর ২০০১ সালে আওয়ামী লীগে যোগ দেন। নির্বাচিত হন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য। পরের বছরইতিনি আওয়ামী লীগের উপদেষ্টা কমিটির সদস্য হন।পরবর্তীতে আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির কো-চেয়ারম্যানের গুরুদায়িত্বও পালন করেছেন কূটনীতিক থেকে রাজনীতির মাঠের এই রাজনীতিবিদ। ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসন থেকে তিনি প্রথম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ৯ম জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব সামলিয়েছেন বাংলাদেশের পেশাদার এই কূটনীতিক। ২০১২ সালের ১৩ সেপ্টেম্বর তিনি নবগঠিত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান এবং ১৬ সেপ্টেম্বর ২০১৩ পর্যন্ত এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।  একই বছরের নভেম্বরে পান পররাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব।২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। ওই বছরের ২৬ ফেব্রুয়ারি তিনি আবারও পররাষ্ট্রমন্ত্রী হিসাবে শপথ নেন। সদ্য সমাপ্ত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দিনাজপুর-৪ আসনে আবুল হাসান মাহমুদ আলী তৃতীয় বারের মতো নির্বাচিত হন এবং ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) তিনি অর্থমন্ত্রী হিসেবে শপথ নেন।

এ সম্পর্কিত আরও পড়ুন অর্থনীতিবিদ | ঢাবি | শিক্ষক | কূটনীতিক | পররাষ্ট্রমন্ত্রী | অর্থমন্ত্রী