জাতীয়

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুস সালাম

পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আব্দুস সালাম
নতুন সরকারের পরিকল্পনামন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ময়মনসিংহ-৯ আসনে জয়ী, আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম। তিনি এ আসনের   তিনবারের সংসদ সদস্য। এ মন্ত্রণালয়য়ের সদ্য বিদায়ী মন্ত্রী হলেন জনাব এম এ মান্নান। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বঙ্গভবনে শপথ নেন তিনি। এরপরে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করে প্রজ্ঞাপন জারী করে সরকার। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন নিয়ে আব্দুস সালাম ১৯৯৬ ও ২০০৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান,যোগাযোগ মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন। জেনারেল সালাম তার সামরিক চাকরি জীবনে ট্রেনিং, ইন্টেলিজেন্স ও লজিস্টিকস সার্ভিসে বিভিন্ন উচ্চ পদে দায়িত্ব পালন করেছেন। ১৯৬২ সালের ২১ এপ্রিল তিনি তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। ১৯৮২ সালে তিনি মেজর জেনারেল পদে উন্নীত হন। ১৯৯২ সালে তৎকালীন সরকার তাকে বাধ্যতামূলক অবসরে পাঠায়। ১৯৯০ সালে এরশাদ পতনে মেজর জেনারেল আবদুস সালাম গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। তিনি  ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন পরিকল্পনা | মন্ত্রণালয়ের | দায়িত্ব | পেলেন | আব্দুস | সালাম