জাতীয়

জনপ্রশাসনের পূর্ণমন্ত্রী হলেন ফরহাদ হোসেন

জনপ্রশাসনের পূর্ণমন্ত্রী হলেন ফরহাদ হোসেন
গত সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনকে এবার মন্ত্রণালয়টির পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী কারা হচ্ছেন তাদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানানো হয়। এরইমধ্যে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার ৩৭ জন সদস্য শপথ নিয়েছেন। বঙ্গভবনে শপথের মধ্যদিয়ে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভিষেক হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান। প্রসঙ্গত, গেলো রোববার (৭ জানুয়ারি) অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসন থেকে নির্বাচিত হন ফরহাদ।

এ সম্পর্কিত আরও পড়ুন জনপ্রশাসনের | পূর্ণমন্ত্রী | ফরহাদ | হোসেন