জাতীয়

স্বরাষ্ট্রতেই থাকলেন আসাদুজ্জামান খান কামাল

স্বরাষ্ট্রতেই থাকলেন আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামালকে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। এর আগের মন্ত্রিসভায়ও তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল মন্ত্রী-প্রতিমন্ত্রী কারা হচ্ছেন তাদের নাম জানা গেলেও কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তা জানা যায়নি। আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর বিষয়টি জানানো হয়। আসাদুজ্জামান খান ১৯১৬ সালে কিশোরগঞ্জের হোসেনপুরে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএ অনার্স (ইতিহাস), এমএ (ইতিহাস) এবং ল' ডিগ্রি সম্পন্ন করেন।

এ সম্পর্কিত আরও পড়ুন স্বরাষ্ট্রতেই | থাকলেন | আসাদুজ্জামান | খান | কামাল