আর্কাইভ থেকে বাংলাদেশ

গোয়ালঘরে সয়াবিন তেল

গোয়ালঘরে সয়াবিন তেল

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ী সিরাজুল ইসলামের গোয়াল ঘরে সাতশো লিটার বোতলজাত সয়াবিন তেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা এবং জব্দকৃত তেল স্থানীয়দের মাঝে পূর্বমূল্যে বিক্রি করা হয়।

সোমবার (১৬ মে) সন্ধায় উপজেলার জোনাইল ইউনিয়নের চৌমুহান গ্রাম থেকে তেল উদ্ধার করা হয়েছে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির। 

সহকারী পরিচালক বলেন, উপজেলার জোনাইল বাজারে থানা পুলিশের সহায়তায় মেসার্স শাহানা ট্রেডার্সে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় শাহানা ট্রেডার্সের মালিক সিরাজুলের বাড়িতে সয়াবিন মজুদ আছে বলে তথ্য পাওয়া যায়। পরে তার গ্রামের বাড়ি চৌমুহানে অভিযানকালে গোয়ালঘরে মজুদ সাতশো লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়। পরে অবৈধ মজুতকরণের অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোন ছাড় দেয়া হবে না। অভিযান অব্যাহত থাকবে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন গোয়ালঘরে | সয়াবিন | তেল