আর্কাইভ থেকে বাংলাদেশ

চট্টগ্রাম টেস্ট (তৃতীয় দিন) : তামিম-জয়ের ব্যাটে দারুণ কিছু দেখার অপেক্ষায়

চট্টগ্রাম টেস্ট (তৃতীয় দিন) : তামিম-জয়ের ব্যাটে দারুণ কিছু দেখার অপেক্ষায়

বাংলাদেশের নামের পাশে বিনা উইকেটে ৭৬ রান। কার না দেখতে ভালো! প্রশ্ন হচ্ছে শেষ কবে এতো সুন্দরভাবে দিন শেষ করেছিলো টাইগাররা? উত্তর  খুঁজতে না হয় কিছুটা সময় লাগবে, তাও এখন থাক। চলেন, সামনে এগিয়ে যাই। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিনে সব উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৩৯৭ রান সংগ্রহ করেছে শ্রীলঙ্কা। আর তামিম ও মাহমুদুলের ব্যাটে ভর করে ১৯ ওভারে ৭৬ রান নিয়ে ৩২১ রানে পিছিয়ে থেকে দিন শেষ করেছে বাংলাদেশ। 

নাঈম হাসান, সাকিব আল হাসানের ঘূর্ণিতে ৩৯৭ রানে থামে দিমুথ করুনারত্নের দল। লঙ্কানদের হয়ে ব্যাট হাতে অনবদ্য একটি ইনিংস খেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তবে ১ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয় তাকে। 

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯, দিনেশ চান্দিমালের ৬৬ ও কুশল মেন্ডিসের ৫৪ রানের ইনিংসে ভর করে ১৫৩ ওভারে ৩৯৭ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশের পক্ষে একাই ৬টি উইকেট শিকার করেন ১৫ মাস পর একাদশে সুযোগ পাওয়া নাঈম হাসান। এছাড়া সাকিব আল হাসান ৩টি ও তাইজুল ইসলাম ১টি উইকেট শিকার করেন।

লঙ্কানদের প্রথম ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিয়েছেন দুই ওপেনার তামিম ইকবাল ও মাহমুদুল হাসান জয়। গত ১৩ ইনিংসে এই প্রথম উদ্বোধনী জুটিতে অর্ধশতরানের পার্টনারশিপের দেখা মিলল। ১৯ ওভার ব্যাট করে কোনো উইকেট না হারিয়ে ৭৬ রান জড়ো করেছে টাইগাররা।

৫২ বল মোকাবেলা করে ৩৫ রানে অপরাজিত আছেন তামিম। আরেক অপরাজিত তরুণ ওপেনার জয় ৬৬ বলে ৩১ রান করেছেন। দুজনই পাঁচটি করে চার হাঁকিয়েছেন। এখনো সফরকারীদের চেয়ে ৩২১ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর ; (দ্বিতীয় দিন শেষে)
টস : শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৩৯৭/১০ (১৫৩ ওভার)
ম্যাথিউস ১৯৯, চান্দিমাল ৬৬, কুশল ৫৪, ওশাদা ৩৬, বিশ্ব ১৭*
নাঈম ১০৫/৬, সাকিব ৬০/৩, তাইজুল ১০৭/১

বাংলাদেশ ১ম ইনিংস : ৭৬/০ (১৯ ওভার)
তামিম ৩৯*, জয় ৩১*
আসিথা ১৫/০, বিশ্ব ১৭/০

বাংলাদেশ ৩২১ রানে পিছিয়ে।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন চট্টগ্রাম | টেস্ট | তৃতীয় | দিন | | তামিমজয়ের | ব্যাটে | দারুণ | কিছু | দেখার | অপেক্ষায়