বাংলাদেশ

বডি ম্যাসাজের আড়ালে পর্যটকদের মালামাল চুরি, আটক ৪০ শিশু-কিশোর

বডি ম্যাসাজের আড়ালে পর্যটকদের মালামাল চুরি, আটক ৪০ শিশু-কিশোর
কক্সবাজার সমুদ্র সৈকতে বডি ম্যাসাজের আড়ালে পর্যটকদের মোবাইল, মানি ব্যাগসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হচ্ছে, এমন অভিযোগ দীর্ঘদিনের। এ অভিযোগের প্রেক্ষিতে সমুদ্র সৈকত থেকে এ ধরনের কর্মকান্ডে  জড়িত ৪০ শিশু-কিশোরকে আটক করা হয়ছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পর্যটকদের অভিযোগের প্রেক্ষিতে গেলো ১৫ জানুয়ারি রাত ১০ টা থেকে ১৬ জানুয়ারি ভোর রাত পর্যন্ত সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ট্যুরিস্ট পুলিশ  এ অভিযান পরিচালনা করে। এ সময় ৪০ জন শিশু-কিশোরকে আটক করে পুলিশ। পরে  আটক ব্যক্তিদের  ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে নিয়ে আসা হয়। তিনি আরও জানান, বয়স কম হওয়ায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিয়ে। মঙ্গলবার  দুপুরে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন অফিসে আটক শিশু-কিশোরদের অভিভাবকদের ডেকে এনে তাদের হাত তুলে দেয়া  হয়। এসময়ে অভিভাবকরা আটক শিশু-কিশোরদের পক্ষে এ শর্তে মুচলেকা প্রদান করেন যে, তারা তাদের শিশু কিশোরদের এ ধরণের  কাজে আর কখনও নিয়োজিত করবেন না। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বডি | ম্যাসাজের | আড়ালে | পর্যটকদের | মালামাল | চুরি | আটক | ৪০ | শিশুকিশোর