টুকিটাকি

অনলাইনে অর্ডার করে আনা খাবারে মিললো ইঁদুর-আরশোলা

অনলাইনে অর্ডার করে আনা খাবারে মিললো ইঁদুর-আরশোলা
অনলাইনে অর্ডার করা হয়েছিলো নিরামিষ জাতীয় খাবার। আসলো আমিষ, শুধু তাই নয়, সেই খাবারে খাবারে মিললো মরা ইঁদুর ও আরশোলা। ঘটার পর পেটের রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ভারতের মুম্বাইয়ে। মুম্বইয়ের বারবিকিউ নেশনের এক রেস্তরাঁ থেকে অনলাইনে নিরামিষ খাবার আনিয়েছিলেন রাজীব শুক্ল। সেই খাবার খেতে গিয়ে হঠাৎই তাঁ চোখে পড়ল, খাবারের মধ্যে রয়েছে মরা ইঁদুর ও আরশোলা। ঘটনাটি ঘটার পর পেটের রোগে আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় রাজীবকে। রাজীব বলেন, ‘প্রয়াগরাজ থেকে মু্ম্বাই এসেছিলাম এখানকার বিভিন্ন ধরনের খাবার চেখে দেখতে। আমি ব্রাহ্মণ, নিরমিষভোজী মানুষ। তবে বারবিকিউ নেশনের খাবার হাতে পেয়ে আমি অবাক হয়ে যাই। খাবারে ভেতর দেখতে পেলাম, মরা ইঁদুর আর আরশোলা।’ খাদ্যে বিষক্রিয়ার কারণে হাসপাতালে ভর্তি করানো হয় রাজীবকে। এই ঘটনার পর সেই নির্দিষ্ট রেস্তরাঁকে মেল করে গোটা বিষয়টি জানান রাজীব। ৭৫ ঘণ্টা তিনি হাসপাতালে ‌ছিলেন। তবে হাসপাতালে থাকাকালীন রেস্তরাঁর পক্ষ থেকে কোনও রকম যোগাযোগ করা হয়নি রাজীবের সঙ্গে। দিন কয়েক পরে রেস্তরাঁর পক্ষ থেকে মেল করে রাজীবের কাছে ক্ষমা চাওয়া হয়। রাজীবকে আশ্বস্ত করা হয় শীঘ্রই রেস্তরাঁর পক্ষ থেকে কোনও ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করে বিষয়টির তদন্ত করবেন। তার পর ছ’দিন কেটে গেলেও কোনও রকম ব্যবস্থা নেয়নি রেস্তরাঁটি। রাজীব রেস্তরাঁর এই কাজে বিরক্ত হন, রেস্তরাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। তবে এখনও পুলিশ সেই অভিযোগ গ্রহণ করেনি।

এ সম্পর্কিত আরও পড়ুন অনলাইনে | অর্ডার | করে | আনা | খাবারে | মিললো | ইঁদুরআরশোলা