জাতীয়

১ জুলাই থেকে ‘সিন্ডিকেট’ শব্দটি আর শুনবেন না : বাণিজ্য প্রতিমন্ত্রী

১ জুলাই থেকে ‘সিন্ডিকেট’ শব্দটি আর শুনবেন না : বাণিজ্য প্রতিমন্ত্রী
স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মাধ্যমে পণ্যের যৌক্তিক দাম নির্ধারণ করে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। আগামী ১ জুলাই থেকে বাজারের সিন্ডিকেট শব্দটি আর শুনবেন না। বলেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের কনফারেন্স হলে ভোজ্য তেল ও চিনির আমদানি, মজুত ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত এক সভার শুরুতে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো পণ্য উৎপাদন কিংবা আমদানি করে না। আমরা পণ্যের দাম যৌক্তিক রাখতে স্মার্ট বাজার সিস্টেম করতে চাই। সেজন্য যেকোনো মূল্যে বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। আমাদের উদ্দেশ্য দুইটি- প্রথমত, রমজান পর্যন্ত যেন কোনো পণ্যের সংকট না থাকে। দ্বিতীয়ত, দাম যেন নিয়ন্ত্রণে থাকে। অর্থাৎ রমজান মাসে কোনো পণ্যের যেন সংকট না হয় সেটি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বাজার সিন্ডিকেট নিয়ে তিনি বলেন, পণ্যের দাম কমানোর ম্যাকানিজম আমার কাছে নেই, তবে দাম নিয়ন্ত্রণে রাখার স্মার্ট সিস্টেম করতে পারব। কোনো পণ্যের দাম কত হওয়া উচিত, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় বলতে পারবে। মূল্য নির্ধারণ করবে বাজার, সেই জায়গায় স্বচ্ছতা আনতে চাই। সংকট যাতে না থাকে, সেজন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চাই। সেই জন্য জুন পর্যন্ত সময় নিলাম। আগামী ১ জুলাই থেকে সিন্ডিকেট শব্দ শুনবেন না। সিন্ডিকেট আছে তখন এমন অভিযোগ করতে পারবেন না। আহসানুল ইসলাম বলেন, আমরা আগেই বলেছি যে, যেদিন দায়িত্ব নিয়েছি, সেদিনের বাজার দামকে বেইজ ধরে আমরা কাজ করতে চাই। কেউ মজুতদারি করায় যদি ভোক্তার কষ্টের কারণ হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পিছপা হবো না।

এ সম্পর্কিত আরও পড়ুন ১ | জুলাই | সিন্ডিকেট | শব্দটি | আর | শুনবেন | | বাণিজ্য | প্রতিমন্ত্রী