স্বাস্থ্য

দেশে করোনার নতুন ধরন শনাক্ত

দেশে করোনার নতুন ধরন শনাক্ত
দেশে ৫ জনের শরীরে করোনার নতুন ধরন জেন ১ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৩ জন ঢাকার বাকি দুই জন ঢাকার বাইরে। করোনার নতুন এ ধরন খুব দ্রুত ছড়ায়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আক্রান্তদের  মধ্যে কারও দেশের বাইরে থেকে আসার কোনো হিস্ট্রি নেই। তারা দেশেই ছিলেন।  তারা প্রত্যেকেই ভালো আছেন। এ নিয়ে উদ্বেগের কিছুই নেই। নতুন এ ধরনের বিষয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ এ বি এম আব্দুল্লাহ বলেন "জেএন.১ আক্রান্তদের শরীরে যে উপসর্গ দেখা গেছে, তা অপেক্ষাকৃত কম। সাধারণ সর্দি–কাশির ক্ষেত্রে যেমন উপসর্গ হয় জেএন.১ আক্রান্তদের ক্ষেত্রে এমনটাই হচ্ছে। এতে ফুসফুসের সংক্রমণ বেশি হয় তার প্রমাণ পাওয়া যায়নি। আবার এতে আক্রান্তদের আইসিইউ পর্যন্ত যেতে হয়েছে তার নজিরও কম'' বিজ্ঞানীরা বলছেন, করোনার অমিক্রন ধরনের একটি উপধরন ছিল বিএ২.৮৬ নামের একটি ধরন। আর সেখান থেকেই এসেছে জেএন.১ উপধরনটি। কোভিড-১৯–এর সবচেয়ে মারাত্মক ধরন হিসেবে গত বছর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে অমিক্রন। আই/এ  

এ সম্পর্কিত আরও পড়ুন দেশে | করোনার | নতুন | ধরন | শনাক্ত