বাংলাদেশ

পাটুরিয়া এসেছে প্রত্যয়, অপেক্ষা উদ্ধারের

পাটুরিয়া এসেছে প্রত্যয়, অপেক্ষা উদ্ধারের
ফেরি রজনীগন্ধা উদ্ধার অভিযানে যোগ দিতে পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। দুপুর সোয়া ২টার দিকে পাটুরিয়া ফেরিঘাট এলাকায় আসে প্রত্যয়। তবে নদীর তলদেশ থেকে ফেরি উদ্ধারের কাজ এখনো শুরু করতে পারেনি  এই জাহাজ। শুক্রবার (১৯ জানুয়ারি)  প্রত্যয়ের উদ্ধারকাজে যোগ  দেয়ার বিষয় নিশ্চিত করেন বিআইডব্লিওটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা। তিনি বলেন, প্রত্যয় এখন পজিশন নিয়ে কাজ শুরু করবে। তবে ফেরি উদ্ধার করতে আরও সময় লাগবে। সকাল থেকে উদ্ধারকারীরা ডুবন্ত ফেরির বিভিন্ন স্থানে রশি দিয়ে বাঁধার কাজ করছেন। ফেরির ভেতর ১০টি এয়ার লিফটিং ব্যাগ ঢুকানো হয়েছে। এখন ওই ব্যাগে বাতাস দেয়া হচ্ছে। এতে আস্তে আস্তে ফেরিটি ওপরের দিকে উঠবে। এতে ফেরির ওজন কিছুটা হালকা হওয়ায় এটিকে সহজে টেনে তুলতে পারবে প্রত্যয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মোহাম্মদ খালেদ নেওয়াজ প্রথম আলোকে বলেন, কুয়াশার কারণে পথ দেখতে না পাওয়ায় উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। প্রসঙ্গত, ফেরিডুবির ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ইঞ্জিন রুম মাস্টার হুমায়ুন কবির।

এ সম্পর্কিত আরও পড়ুন পাটুরিয়া | এসেছে | প্রত্যয় | অপেক্ষা | উদ্ধারের