বাংলাদেশ

ট্রেনে ধর্ষণ, মেয়েকে নিয়ে গ্রামে ফিরতে চান না পিতা

ট্রেনে ধর্ষণ, মেয়েকে নিয়ে গ্রামে ফিরতে চান না পিতা
লালমনি এক্সপ্রেস ট্রেনে উঠে ধর্ষণের শিকার কিশোরী (১৪) মেয়েকে নিয়ে আর গ্রামের বাড়ি ফিরে যেতে চান না বাবা। গ্রামে গেলে সেখানকার মানুষ নানা কথা বলবে।যেটি তার মেয়ে সহ্য করতে পারবেন না বলে জানান তিনি। এ ঘটনায় অভিযুক্ত ধর্ষক আক্কাস গাজীকে (৩২) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে মুঠোফোনে যোগাযোগ করা হলে কিশোরীর বাবা গণমাধ্যমকে এ কথা বলেন। তিনি বলেন,  মেয়েকে নিয়ে এখন আর গ্রামের বাড়িতে যাবেন না। শারীরিক ধকলের পর অবুঝ মেয়েটি কারও কটু কথা সহ্য করতে পারবে না। তার চেয়ে গাজীপুরে যেখানে স্ত্রীকে নিয়ে থাকতেন, সেখানে চলে যাবেন। এখানে তাঁদের তেমন করে কেউ চেনে না। এ বিষয়ে কোনো প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কিশোরীর বড় চাচা  বলেন, তাঁর ছোট ভাই স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে গাজীপুরের জয়দেবপুরে বসবাস করেন। তাঁর ভাই সেখানে শ্রমিকের কাজ করেন। তাঁর স্ত্রী বিভিন্ন মেসে রান্নার কাজ করেন। নির্যাতনে শিকার মেয়েটি একটু হাবাগোবা ও বয়স কম হওয়ায় মায়ের সঙ্গে থাকে। অভিযুক্ত ধর্ষক আক্কাস গাজীর বিরুদ্ধে নারী নির্যাতন আইনে এবং রেলওয়ে তাদের বিভাগীয় আইনে মামলা করেছে। বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকার বাসিন্দা আক্কাসকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ রেলওয়ে। এদিকে যাত্রীবাহী ট্রেনে ধর্ষণের ঘটনাটি জানার পর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়েন গ্রামের বাসিন্দারা। তাঁরা অপরাধীর দ্রুত ও কঠোর বিচারের দাবি জানানোর পাশপাশি কিশোরীর জন্য ক্ষতিপূরণ দাবি করেন। প্রসঙ্গত, ভুক্তভোগী কিশোরী গতকাল দুপুরে লালমনিরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। এরপর বিকেলে তাকে আদালতের মাধ্যমে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন ট্রেনে | ধর্ষণ | মেয়েকে | নিয়ে | গ্রামে | ফিরতে | চান | পিতা