আর্কাইভ থেকে বাংলাদেশ

তেল-গ্যাসের দাম কমিয়েছে ভারত সরকার

তেল-গ্যাসের দাম কমিয়েছে ভারত সরকার

তেল ও গ্যাসের দাম কমিয়েছে ভারত সরকার। পেট্রল-ডিজেলে শুল্ক ছাড়ের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর ফলে কমতে চলেছে জ্বালানির দাম। পেট্রলে ৮ টাকা ও ডিজেলে ৬ টাকা শুল্ক কমানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। তাতে পেট্রলের দাম কমবে লিটার প্রতি সাড়ে ৯ টাকা এবং ডিজেলের দাম কমবে লিটারপ্রতি ৭ টাকা। গ্যাস সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এক টুইটে এ তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

চলতি বছর গুজরাট এবং হিমাচলপ্রদেশে বিধানসভা ভোট রয়েছে। ২০২৩-এ মেঘালয়, নাগাল্যান্ড, ত্রিপুরা, কর্ণাটক, ছত্তীশগঢ়, মধ্যপ্রদেশ, মিজোরাম, রাজস্থান এবং তেলেঙ্গনায় নির্বাচন। সর্বোপরি ২০২৪-এ লোকসভা ভোট রয়েছে। তার আগে জ্বালানির দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। ফলে কেন্দ্রের এই ঘোষণার পেছনে যথেষ্ট রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নতুন দাম শনিবার মধ্যরাত থেকেই নতুন দাম কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন তেলগ্যাসের | দাম | কমিয়েছে | ভারত | সরকার