খেলাধুলা

হার দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু টাইগার যুবাদের

হার দিয়ে  বিশ্বকাপ যাত্রা শুরু টাইগার যুবাদের
ভারতের বিপক্ষে হার দিয়ে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ যাত্রা শুরু করলো টাইগার যুবারা। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৮৪ রানে হেরেছে বাংলাদেশ। শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে মুখোমুখি হয় দুই দল। ভারতের দেয়া, ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে  ১৬৭ রানে অল আউট হয় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন মোহাম্মাদ শিহাব জেমস। ব্যাটিংয়ে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ৩৮ রানের উদ্বোধনী জুটি ভাঙেন ভারতীয় বোলার লিম্বানি। রানের খাতা খোলার আগেই দলীয় ৩৯ রানে পান্ডের বলে আউট হন রিজওয়ান। প্রথম পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এরপরে ৭৭ রানের একটি পার্টানারশিপ হলেও দলীয় ১২৭ রানে আরিফুল এর আউটের পরে আর প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশের কোন ব্যাটার। ভারতের হয়ে ২৪ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেয় পান্ডে। এর আগে ব্যাটিংয়ে নেমে ৩৭ রানেই  দুই উইকেট হারায় বাংলাদেশ। তবে সেখান থেকে দলকে টেনে তোলেন আদর্শ সিং ও অধিনায়ক উদয় শর্মা।  দুজনে মিলে গড়েন ১৪১ রানের জুটি। আদর্শ করেন ৯৬ বলে ৭৬ রান আর উদয় আউট হন ৯৪ বলে ৩৪ রান করেন। শেষ দিকে প্রিয়াংশু মোলিয়া, আরেভেলি অবনীশ, শচীন ধসের যথাক্রমে ২৩, ২৩ ও ২৬ রানের সুবাদে ২৫১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় ভারত। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন হার | দিয়ে | | বিশ্বকাপ | যাত্রা | শুরু | টাইগার | যুবাদের