আর্কাইভ থেকে বাংলাদেশ

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেলো বাংলাদেশ

আইসিসি নারী চ্যাম্পিয়নশিপে সুযোগ পেলো বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বাংলাদেশ ছাড়াও এ প্রতিযোগিতায় প্রথমবারের মতো খেলবে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। বুধবার (২৫ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

আইসিসি জানিয়েছে, প্রতিটি দলই আটটি ওয়ানডে সিরিজ খেলবে এবং প্রতি সিরিজেই থাকবে তিনটি করে ম্যাচ। সিরিজের চারটি ম্যাচ দেশের মাটিতে ও চারটি ম্যাচ বিদেশের মাটিতে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতা শেষে শীর্ষ পাঁচ দল ও বিশ্বকাপের আয়োজক দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। বাকি দলগুলোকে কোয়ালিফায়ার খেলে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে হবে।

এর আগে ২০১৪-১৬ ও ২০১৭-২০ মৌসুমে আট দল নিয়ে অনুষ্ঠিত হয় নারী চ্যাম্পিয়নশিপ। আগের দুই আসরের তুলনায় এবার দলের সংখ্যা দুটি বেড়েছে। ফলে দশ দল নিয়ে মাঠে গড়াবে ২০২২-২৫ মৌসুম। নতুন দুই দলের মধ্যে বাংলাদেশ ওয়ানডে দলের আইসিসি র‌্যাঙ্কিংয়ে ৯ ও আয়ারল্যান্ডের র‌্যাঙ্কিংয়ে ১০।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন আইসিসি | নারী | চ্যাম্পিয়নশিপে | সুযোগ | পেলো | বাংলাদেশ