আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রায় ১২ ঘণ্টা বন্ধ থাকার পর গাজীপুরের কালিয়াকৈরে মৌচাক এলাকায় ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের সাথে রাজশাহী রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। 

শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে ট্রেনের ইঞ্জিনসহ দু’টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৮ মে) সকাল ১০ পর্যন্ত ঢাকার সাথে রাজশাহীর ট্রেন বন্ধ হয়ে ছিলো। 

বিষয়টি নিশ্চিত করেন জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম।

তিনি জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। মেইন লাইন ব্লক থাকায় ঢাকার সাথে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ ছিলো। 

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শহীদুল্লাহ হিরো জানান, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এসময় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

 

এ সম্পর্কিত আরও পড়ুন প্রায় | ১২ | ঘণ্টা | ট্রেন | চলাচল | স্বাভাবিক