বাংলাদেশ

কালো পতাকা মিছিল থেকে মঈন খান আটক

কালো পতাকা মিছিল থেকে মঈন খান আটক
রাজধানীর উত্তরায় বিএনপির কালো পতাকা মিছিল থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানকে আটক করেছে পুলিশ। দ্রব্যমূল্যের  ঊর্ধ্বগতি, দলের চেয়ারপার্সন খালেদা জিয়াসহ সব রাজবন্দীদের মুক্তি, সব ধরনের মিথ্যা মামলা প্রত্যাহার ও ‘অবৈধ সংসদ’ বাতিলসহ এক দফা দাবি আদায়ে বিএনপির  পূর্ব ঘোষিত কালো পতাকা মিছিল কর্মসূচি ছিল আজ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান আটকের খবর নিশ্চিত করেন। তিনি জানান, মঈন খানকে আটক করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হচ্ছে । এসময়ে আব্দুল মঈন খানের পিএস বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন এবং মনিরুজ্জামান নামে বিএনপির এক কর্মীসহ তিনজনকে আটক করে একই থানায় নিয়ে গেছে পুলিশ। তিনি আরও বলেন, ওই মিছিল থেকে মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ চারজনকে আটক করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরুর দিনে দুপুরে এটিকে অবৈধ দাবি করে ‘কালো পতাকা’ মিছিল করার জন্য উত্তর উত্তরার ১২ নম্বর সেক্টরে নেতাকর্মীদের নিয়ে জড়ো হন ড. মঈন খান। সেখান থেকে তাকে আটক করেছে পুলিশ। এরইমধ্যে কালো পতাকা মিছিলকে কেন্দ্র করে বেশ কয়েকজন নেতাকর্মীকে গ্রেফতার করার অভিযোগ উঠেছে। বিএনপি সূত্র জানায়, মিরপুর ৬ নম্বর থেকে মহানগর উত্তর বিএনপির দফতর সম্পাদক জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন নেতাকর্মী গ্রেফতার হয়েছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী , ঢাকা মহানগর উত্তর বিএনপির তিনটি ও দক্ষিণের চারটি জায়গা থেকে বের করা হয় কালো পতাকা মিছিল। এর মধ্যে মহানগর উত্তর উত্তরা ১২ নম্বর সেক্টর, মিরপুর ১২ নম্বর বাসস্ট্যান্ড ও শাহজাদপুরের সুবাস্তু টাওয়ারের সামনে জড়ো হন নেতাকর্মীরা। আর মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে মতিঝিলের পীরজঙ্গি মাজার, যাত্রাবাড়ীর কদমতলী বাসস্ট্যান্ড, সূত্রাপুরের দয়াগঞ্জ মোড় ও ধানমন্ডির নিউমার্কেটের সামনে থেকে কালো পতাকা মিছিলের আয়োজন করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন কালো | পতাকা | মিছিল | মঈন | খান | আটক