আর্কাইভ থেকে বাংলাদেশ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল : নতুনের আগে পুরোনোকে স্মরণ

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল : নতুনের আগে পুরোনোকে স্মরণ

ফুটবল সমর্থকদের কৌতুহলের অবসান ঘটিয়ে আজ (২৮ মে) বসছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল। নানা ঘটনাপ্রবাহে এবার অন্যমাত্রা পাচ্ছে টুর্নামেন্টে অন্যতম সফল দুই দলের লড়াই। ইংলিশ প্রতিনিধিদের বিপক্ষে ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্য ধরে রাখতে চায় স্প্যানিশ জায়ান্টরা। তবে হারার আগেই হারতে নারাজ লিভারপুলও। স্তাদ দে ফ্রান্সে রাত একটায় শুরু হবে মহারণ।

রিয়াল মাদ্রিদের ১৪তম নাকি লিভারপুলের সপ্তম। কামব্যাক কিং লস ব্লাঙ্কোস নাকি দুরন্ত গতির অলরেডস। স্পেন কিংবা ইংল্যান্ড। ইতিহাস, ঐতিহ্য আর আভিজাত্যের অপর নামই যেন রিয়াল মাদ্রিদ ও লিভারপুল। তবে মঞ্চটা যখন চ্যাম্পিয়ন্স লিগ আর ফাইনাল, তখন পাল্লা ভারী লসব্লাঙ্কোদেরই। আসরে নক আউটে একের পর এক ফিরে আসার অবিশ্বাস্য সব গল্প লিখে এতদূর এসেছে রিয়াল। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার শঙ্কা জাগা দলটাই টিকিট ধরিয়ে দিয়েছে চেলসি-পিএসজি-ম্যান সিটির মতো টাকার কুমিরদের।

ভেন্যুটা স্তাদ দা ফ্রান্স বলেই শিরোপা জয়ের জেদটা আরো বেশি কোর্তোয়া-বেনজেমাদের। এমবাপ্পেকে রেখে দেয়া শহর প্যারিস থেকে রেকর্ড ১৪তম ট্রফি নিয়ে বাড়ি ফিরতে চায় আনচেলত্তির দল। ধ্রুপদি ফাইনালের আগে ব্যক্তিগত ও দলগত কিছু পরিসংখ্যান তুলে ধরা হলো পাঠকদের জন্য : 

১. ক্লাব ফুটবলে ইউরোপের সেরা প্রতিযোগিতায় দল দুটি মোট আটবার মুখোমুখি হয়েছে। যেখানে রিয়ালের চার জয়ের বিপরীতে লিভারপুলের জয় তিনটিতে।

২. ২০২০-২১ মৌসুমে কোয়ার্টার ফাইনালে সবশেষ দল দুটি সবশেষ মুখোমুখি হয়েছিলো। যেখানে রিয়াল মাদ্রিদ জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথম লেগ গোলশুন্য ড্র হলেও দ্বিতীয় লেগটি রিয়াল জিতে নেয় ৩-১ গোলে। 

৩. এবারেরটি নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হচ্ছে দল দুটি। ১৯৮০-৮১ মৌসুমে তখনকার ইউরোপিয়ান কাপের ফাইনালে লিভারপুল জয় পায় ১-০ গোলে। আর ২০১৭-১৮ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল জয় পায় ৩-১ গোলে।

৪. চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সর্বোচ্চ ইউরোপ সেরার ট্রফি জয়ী দল রিয়াল মাদ্রিদ। তারা এখন পর্যন্ত ১৩ বার এ ট্রফি ঘরে তুলেছে। তাই এবার তারা এটাকে ১৪ তে উত্তীর্ণ করতে চাইবে। আগের ১৩টি শিরোপা তারা পায়- ১৯৫৬, ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৬, ১৯৯৮, ২০০০, ২০০২, ২০১৪, ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালে। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ সাতবার ফাইনালে উঠে প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

৫. ইংলিশ ক্লাব লিভারপুল ইউরোপ সেরা হয়েছে ৬ বার- ১৯৭৭, ১৯৭৮, ১৯৮১, ১৯৮৪, ২০০৫ ও ২০১৯ সালে।
এবার নিয়ে টানা দ্বিতীয়বার ইংল্যান্ডের কোনও দলের প্রতিনিধিত্ব থাকছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। গত বছর শিরোপা লড়াইয়ে ম্যানচেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়েছিল চেলসি।

৬. ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতাটির নামকরণ চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর রিয়াল কখনও ফাইনালে হারেনি। প্রতিযোগিতাটির নাম চ্যাম্পিয়ন্স লিগ হওয়ার পর অষ্টমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে দলটি।

৭.  রিয়াল বস কার্লো আনচেলত্তি প্রথম কোচ হিসেবে এবারেরটি নিয়ে পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ডাগআউটে থাকবেন। প্রথম কোচ হিসেবে তার সামনে চারটি চ্যাম্পিয়ন্স লিগ জয়ের হাতছানি। আনচেলত্তির সঙ্গে সর্বাধিক তিনটি করে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছেন রিয়ালের সাবেক কোচ জিনেদিন জিদান এবং লিভারপুলের সাবেক কোচ বব পেইজলি।

৮.  প্যারিসে জিতলে আনচেলত্তি প্রথম কোচ হিসেবে একাধিক ক্লাবের হয়ে দুটি করে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের কীর্তি গড়বেন। এর আগে তার কোচিংয়ে এসি মিলান দুইবার ইউরোপ সেরার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়।

৯. কোচিং ক্যারিয়ারে আনচেলত্তির ঝুলিতে রয়েছে ২২টি শিরোপা, যেখানে য়্যুর্গেন ক্লপের শিরোপা সংখ্যা মোটে ১১টি। শিরোপা জয়ে পিছিয়ে থাকলেও ব্যক্তিগত সাফল্যে টুইটুম্বর ক্লপ। ফিফা দ্য বেস্ট পুরস্কারসহ ক্লপের ২৭ অ্যাওয়ার্ডের বিপরীতে আনচেলত্তির ১৭টি।

শিরোপার সংখ্যায় পিছিয়ে থাকলেও পারফরমেন্স আর আত্মবিশ্বাসে সমানে সমান লিভারপুল। চলতি আসরে মাত্র এক ম্যাচেই হেরেছে ক্লপ শীষ্যরা। প্রতিপক্ষের জালে জড়িয়েছে ৩১ গোল। কমিউনিটি শিল্ড ও এফএ কাপ জিতে মৌসুমে শিরোপা উৎসবেও বেশ অভ্যস্ত অলরেডস। এবার চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ভুলতে চায় প্রিমিয়ার লিগ শ্রেষ্ঠত্ব হাতছাড়া হওয়ার আক্ষেপ। ঘরে তুলতে চায় মৌসুমের তৃতীয় শিরোপা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়ন্স | লিগ | ফাইনাল | | নতুনের | আগে | পুরোনোকে | স্মরণ