আন্তর্জাতিক

হাঙরের আক্রমণে গুরুতর আহত এক নারী

হাঙরের আক্রমণে গুরুতর আহত এক নারী
অস্ট্রেলিয়ায় সাগরে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণে গুরুতর আহত হয় লরেন ও’নিল নামের (২৯) এক নারী। সোমবার (২৯ জানুয়ারি) সিডনির এলিজাবেথ বে এলাকায় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, লরেন ও’নিল তার ব্যক্তিগত ঘাটের (ওয়ার্ফ) কাছে সাঁতার কাটার সময় হাঙরের আক্রমণের শিকার হন। তার চিৎকার শুনে স্থানীয় ব্যক্তিরা ছুটে যান। প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বন্দর কর্তৃপক্ষ হাঙরের কামড়ের ছবি দেখেছে। তারা মনে করছে, বুল হাঙর লরেনকে আক্রমণ করেছিল। স্থানীয় এক ব্যক্তি দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) জানান, কীভাবে তার স্ত্রী (পেশায় চিকিত্সক) আহত লরেনের পায়ের রক্তপাত বন্ধ করেছেন। এর আগে ২০০৯ সালে নৌবাহিনীর সাবেক এক ডুবুরিকে একটি বুল হাঙর আক্রমণ করে। এতে এক হাত ও এক পা হারান তিনি। যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের তুলনায় অস্ট্রোলিয়ায় হাঙরের আক্রমণের ঘটনা বেশি। অস্ট্রেলিয়ার হাঙরের আক্রমণ–সংক্রান্ত তথ্যভান্ডারের হিসাব অনুযায়ী, ২০২৩ সালে ১৪টি হাঙরের আক্রমণের ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটি ছিল মারাত্মক ধরনের।

এ সম্পর্কিত আরও পড়ুন হাঙরের | আক্রমণে | গুরুতর | আহত | এক | নারী