আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তরুণী নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভুত দেবপ্রীতা দে ব্রতী (১৮) নামে সিলেটের এক কলেজছাত্রীসহ দুইজন নিহত হয়েছেন। স্থানীয় সময় রোববার (২৮ জানুয়ারি) ভোরে নিউইয়র্কের লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কে দুর্ঘটনা ঘটে। নিহত দেবপ্রীতা সিলেটের ওষুধ ব্যবসায়ী ও সেন্ট্রাল ফার্মেসির স্বত্ত্বাধিকারী দেবাশীষ দে বাসুর মেয়ে। এ ঘটনায় দেবপ্রীতার বন্ধু জীবন লেইকেনও (১৯) নিহত হয়েছেন। এদিকে নিউইয়র্কে দুর্ঘটনার সংবাদ ছড়িয়ে পড়ার পর প্রবাসী কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সিলেট নগরীর চালিবন্দরে দেবপ্রীতা দের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে। পুলিশ সূত্রে জানা যায়, লং আইল্যান্ড সাউদার্ন স্টেট পার্ক মহাসড়কের ৩৫ নম্বর বাহির পথে গাড়িতে যাচ্ছিলেন দেবপ্রীতা দে। গাড়ির চালক ছিলেন তার বন্ধু জীবন লেইকেন (১৯)। পথে অন্য একটি জিপ গাড়ির সঙ্গে ইনফিনিটি গাড়ির ধাক্কা লাগলে গাড়িটি সড়ক থেকে ছিটকে গাছে ধাক্কা দেয়। ভোর পৌনে ৬টার দিকে পুলিশ গাড়ির ভেতর থেকে দুজনের মরদেহ উদ্ধার করে। অন্য গাড়ির চালককে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিউইয়র্ক পুলিশের একাধিক বিভাগ এ ঘটনা নিয়ে তদন্ত করছে। জানা গেছে, ম্যানহাটন কমিউনিটি কলেজের শিক্ষার্থী দেবপ্রীতা দে পরিবারের সঙ্গে কুইন্সের জ্যাকসন হাইটস এলাকার করোনা নামক এলাকায় বসবাস করতেন। দুর্ঘটনার সময় তার বাবা-মা দেশে অবস্থান করছিলেন। রোববার বেলা ২টার দিকে পুলিশ পরিবারের খোঁজ করে দেবপ্রীতার বোনকে মৃত্যুর সংবাদ জানায়। সিলেটে থাকা দেবপ্রীতার পরিবার জানায়, নিউইয়র্ক পুলিশ ও হাসপাতালের আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে এমিরেটসের ফ্লাইটে মরদেহ দেশে পাঠানো হবে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকায় পৌঁছানোর পর সেদিনই সিলেটে নেয়া হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন যুক্তরাষ্ট্রে | সড়ক | দুর্ঘটনায় | বাংলাদেশি | তরুণী | নিহত