অপরাধ

১৭ বছর পর গ্রেপ্তার টিকটকার জাহানারা

১৭ বছর পর গ্রেপ্তার টিকটকার জাহানারা
১৭ বছর পলাতক থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টিকটকার জাহানারা ওরফে ইতি আক্তারকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব জানায়, মঙ্গলবার বিকাল ৫টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল র‌্যাব-১৫ এর সহযোগিতায় কক্সবাজার জেলার সদর থানাধীন তারাবনিয়াছড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর মডেল থানার হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি টিকটক সেলিব্রিটি জাহানারা ওরফে ইতি আক্তারকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আসামি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলে স্বীকার করেছেন। র‌্যাব সূত্রে জানা গেছে, মামলার পর আদালত থেকে জামিন নিয়ে ঢাকা, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ছদ্মবেশ ধারণ ও পরিচয় গোপন করে দীর্ঘ ১৭ বছর ধরে আত্মগোপন করে ছিলেন আসামি। তাকে আইনের আওতায় আনতে র‍্যাব-১০, ফরিদপুর কাজ শুরু করে এবং দীর্ঘ প্রচেষ্টার পর আসামির অবস্থান কক্সবাজার সদরে শনাক্ত করতে সক্ষম হয়। পরে র‍্যাব-১৫ এর সহায়তায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। জাহানারাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

এ সম্পর্কিত আরও পড়ুন ১৭ | বছর | গ্রেপ্তার | টিকটকার | জাহানারা