আর্কাইভ থেকে ফুটবল

ঘরের মাঠে পিএসজিকে হারালো নান্টেস

ঘরের মাঠে পিএসজিকে হারালো নান্টেস

ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের তলানির দিকের দল নান্টেস। এই পরাজয় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হাতছাড়া হয়েছে নেইমার-এমবাপেদের।

রোববার রাতে ঘরের মাঠে খেলতে নেমে পিএসজি শুরুতে লিড নিয়েছিল। ৪২ মিনিটে জুলিয়ান ড্রাক্সলার গোল করে এগিয়ে নেন দলকে। তবে বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে সমতা ফেরায় নান্টেস। এ সময় গোল করেন রন্ডাল কোলো মুয়ানি। ৭১ মিনিটে গোল করে নান্টেসকে এগিয়ে নেন মোসেস সিমন। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি পিএসজি।

এই জয়টি দারুণ স্বস্তিদায়ক ছিল নান্টেসের জন্য। পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট সংগ্রহ করে রেলিগেশন লাইন থেকে পয়েন্ট টেবিলের ১৮তম অবস্থানে উঠে এসেছে তারা।

২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিঁলে। সমনা ম্যাচ থেকে ৬০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে পিএসজি। লিঁয়ন ৬০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে তপ্ত নিঃশ্বাস ছাড়ছে পিএসজির ঘাড়ে। ৫৬ পয়েন্ট নিয়ে মোনাকো আছে চতুর্থ স্থানে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঘরের | মাঠে | পিএসজিকে | হারালো | নান্টেস