ক্রিকেট

শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের

শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা জেতা হলো না বাংলাদেশের
ত্রিদেশীয় সিরিজের প্রথম চার ম্যাচেই অপরাজিত ছিলো অনূর্ধ্ব-১৯ নারী দল। তবে ফাইনালে এসে হোঁচট খেলো যুবা টাইগ্রেসরা। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ব্যাটিং ও বোলিং ব্যর্থতায় ৩৬ রানের ব্যবধানে হেরে ত্রিদেশীয় সিরিজের শিরোপা হাতছাড়া করল বাংলাদেশ। শুক্রবার (২ ফেব্রুয়ারি) কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ওপেনার নেতমি পর্না ও দেভিমি বিহাঙ্গা মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৪ রান। ৪২ বলে ৪৯ রান করে বিহাঙ্গা আউট হয়ে গেলেও। ৫৭ বলে ৬৬ রান করে অপরাজিত থাকেন পর্না। আরভিশমি গুনারত্নে তিনে নেমে করেছেন ১৩ বলে ১৪ রান। নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সংগ্রহ দাঁড়ায় ১৪৮ রান। জবাবে খেলতে নেমে ২৩ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর রাবেয়া ও উন্নতি আক্তার কিছুটা এগিয়ে নিয়ে যান দলকে। তবে ২৯ বলে ৩১ রান করে রাবেয়া আউট হবার পর কোনো ব্যাটার তেমন রান করতে পারেননি কেউই। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১২ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ।  

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীলঙ্কার | কাছে | হেরে | শিরোপা | জেতা | হলো | বাংলাদেশের