বিতর্ক আর পুনম পাণ্ডে যেনো ছিল এক সুতোয় বাঁধা। বরাবরই নিজের কেরিয়ারের ব্যাপারে বেশ সাহসী ছিল পুনম। রাখঢাক না রেখেই অপকটে স্বীকার করেছেন তার সাহসী পথচলার বর্ণনা। নিজের কেরিয়ার গঠনে যে সাহসী পদক্ষেপ নিয়েছিলেন তা অবলিলায় নিজের মুখে স্বীকারও করেছেন। তবে সবকিছু পেছনে ফেলে আজ তিনি আকাশের ঠিকানার বাসিন্দা। জরায়ুতে ক্যানসার আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন পুনম।
অভিনয় কেরিয়ারে সেভাবে সফল অভিনেত্রী হিসাবে পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি পুনম পাণ্ডে। হিন্দি, ভোজপুরী, তেলুগু, কন্নড় ভাষার ছবিতে কাজ করেছেন। কিন্তু, ভাগ্যে শিকে ছেঁড়েনি। অভিনয়ে সফল হতে না পারলেও, রুর্পালি পর্দার 'কন্ট্রোভার্সি ক্যুইন' হয়ে উঠেছিলেন পুনম পাণ্ডে।
পর্দায় না পারলেও সোশ্যাল মিডিয়া সেনসেশন হয়ে ওঠেন ‘হট ডিভা’ পুনম পাণ্ডে। নগ্ন সেলিব্রেশন থেকে লাইভে এসে উত্তেজক অঙ্গভঙ্গির জেরে বারবার চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী। আর তৈরি হয়েছে একাধিক বিতর্ক-সমালোচনা। হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেও লাইমলাইটে ছিলেন পুনম।
তবে ২০১১ সালেই ভারতসহ পুরো বিশ্বে হইচই ফেলে দেয় পুণম পাণ্ডে। ওই বছর ভারতে বসেছিলো আইসিসি ক্রিকেট বিশ্বকাপের আসর। তখন পুনম পাণ্ডে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড- বিসিসিআই-কে একটি চিঠি দিয়ে জানান, ভারত বিশ্বকাপ জিতলে তিনি নগ্ন হয়ে ক্রিকেটারদের সঙ্গে নাচবেন। তবে বিশ্বকাপ জিতলেও অভিনেত্রীর সেই আবদার পূরণে মোটেও সায় দেয়নি বিসিসিআই।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সাড়া না পেয়ে বাথরুমে নগ্ন হয়ে নাচের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। মুহুর্তেই সেটি ঝড় তোলে নেটপাড়ায়। দাবানলের গতিতে ভাইরাল হয়েছিল পুনমের সেই ভিডিয়ো। দানা বেঁধেছিল বিতর্ক। ইউটিউব থেকে ভিডয়োটি ব্লক পর্যন্ত করে দেওয়া হয়।
করোনাকালে লকডাউন পরিস্থিতিতেও থেমে ছিল না পুনম পাণ্ডের বিতর্ক ঝড়। ওইসময় স্বামীর হাত ধরে ঘুরতে বেড়িয়েছিলেন। ফাঁকা রাস্তায় দুজনে ঘুরছিলেন। কিন্তু, নিয়ম ভাঙার জন্য মুম্বাই পুলিশ আটক করেছিল পুনমকে।
সোশ্যাল মিডিয়ায় চরম কটাক্ষের শিকার হয়েছিলেন মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডে। পপুলার রিয়্যালিটি শো লক আপে এসেও বিতর্কে জড়িয়েছিলেন পুনম। স্বমীর বিরুদ্ধে মারধরের অভিযোগের কথা ফাঁস করেছিলেন ওই শোয়ে। প্রতিদিন শ্যাম তাঁর উপর অত্যাচার করেন বলে পুলিশে অভিযোগও করেছিলেন। ঘটনার গ্রেফতার করা হয়েছিল অভিনেত্রীর স্বামীকে।
২০১৭-তে আরও একবার বিতর্কে জড়িয়েছিলেন প্রয়াত অভিনেত্রী পুনম পান্ডে। সেই বছর পাণ্ডে অ্যাপ চালু করেছিলেন। সেকানো বোল্ড ছবি, কনটেন্ট শেয়ার করার জন্য এক ঘণ্টার মধ্যেই গুগল প্লেস্টোর থেকে ওই অ্যাপটি মুছে ফেলে।
শিল্পা শেট্টি কুন্দ্রার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেছিলেন পুনম পাণ্ডে। চুক্তির দিন পার হওয়ার পরও পুনমের ভিডিয়ো বেআইনিভাবে রাজ ব্যবহার করেছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। গোয়ার সমুদ্র সৈকতে আশালীন ভিডিয়ো শ্যুটের জন্যও আইনি জটে জড়িয়েছিলেন পুনম।
তবে বত্রিশেই শেষ হল সেই পুনম পান্ডের অস্বাভাবিক পথ চলা। ইতি চিহ্ন পড়লো মডেলিং-অভিনয়-নীল ছবির দুনিয়ায় অভিনয় ভ্রমনের চাকা। থেমে গেলো তাকে বিতর্ক আর সমালোচনার ঝড়। কোনোদিন তাঁকে নিয়ে নতুন কোনও বিতর্ক তৈরির সুযোগটাও থাকলো না।