দেশজুড়ে

গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে মোজা কারখানার আগুন নিয়ন্ত্রণে
চার ঘণ্টা পর গাজীপুরের শ্রীপুরের বাজাবাড়ি এলাকার গ্লোব গ্লোভস (বাংলাদেশ) ম্যানুফ্যাকচারিং লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত ৮ টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে অগ্নিকাণ্ডের খবর পেয়ে কাপাসিয়া ও রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ শুরু করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে শ্রীপুর, জয়দেবপুর ও গাজীপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে এলেও, এখন নির্বাপনের কাজ চলছে। ফায়ার সার্ভিস কর্মকর্তা  আরও জানান, কারখানার তিন তলা ভবনের দ্বিতীয় তলায় প্রথমে আগুন লাগে। পরে আগুনে নিচ তলা ও তিন তলায় ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুরে | মোজা | কারখানার | আগুন | নিয়ন্ত্রণে