যারা রাজনীতিবিদ আছেন তারা দেশের মানুষকে নিয়ে রাজনীতিকে পরিশুদ্ধ করবেন। কারণ আমরা কেউ রাজনীতির বলয়ের বাইরে নই। গোটা বিশ্ব রাজনীতির বলয়ের মধ্যে। রাজনীতির মাধ্যমেই গোটা বিশ্ব চলে। বললেন, নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁয় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নওগাঁ-২ আসনের স্থগিত হওয়া দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে এক মত বিনিময় সভায় একথা বলেন তিনি।
এ নির্বাচন কমিশনার বলেন, সুস্থ রাজনীতি দেশের উন্নয়ন ও উন্নতি, আর অশুদ্ধ রাজনীতি মানে দেশ ধ্বংস। এজন্য রাজনীতি সংস্কার করা খুবই জরুরী হয়ে গেছে দেশে।
তিনি বলেন, ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য হয় নাই এ কথাগুলো এখনো উঠে আসে নাই। ৭ জানুয়ারি নির্বাচন খুবই ভালো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে যেহেতু বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ। সেখানে দলমতের মতামত থাকবেই। এগুলো নিয়ে নির্বাচন কমিশনার বিচলিত নয়।
ইসি রাশেদা বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব পাওয়ার পর বেশকিছু নির্বাচন সম্পন্ন করেছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া মাত্র ব্যবস্থা নেয়া হয়েছে। দ্বাদশ সংসদ নির্বাচনেও কাউকে ছাড় দেয়া হয়নি। নির্বাচন সুষ্ঠ করতে কমিশন সকল ধরনের ব্যবস্থা নিয়েছিলেন।
স্বতন্ত্র প্রার্থীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসির দায়িত্ব যেসব প্রার্থী নির্বাচনে এসেছেন তাদেরকে সমানভাবে গুরুত্ব দিয়ে একই রকম আচরণ করার। বিগতদিনে নির্বাচন সুষ্ঠু না হলে স্বতন্ত্ররা প্রার্থীরা কখনোই নির্বাচিত হতে পারতেন না বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গেলো ২৯ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক মারা যাওয়ায় ওই আসনের নির্বাচন স্থগিত ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরপর ১২ ফেব্রুয়ারি এই আসনের নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন। এতে আওয়ামী লীগের প্রার্থীসহ ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।