আর্কাইভ থেকে বাংলাদেশ

কৃষিতে বাজেটের ৪০ ভাগ বরাদ্দের দাবিতে বিক্ষোভ

কৃষিতে বাজেটের ৪০ ভাগ  বরাদ্দের দাবিতে  বিক্ষোভ

জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০ ভাগ কৃষিতে বরাদ্দ সহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ খতমজুর ও কৃষক সংগঠন গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

আজ বুধবার (১লা জুন ) দুপুরে বাংলাদেশ খেতমজুর ও কৃষক  সংগঠনের নেতারা কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে  বিক্ষোভ মিছিল বের করেন।

সমাবেশে বক্তারা বলেন, সরকারকে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমাতে হবে।  ১০ টাকার ও এমএসের চাল দিতে হবে। সারাবছর টিসিবি কার্যক্রম চালু রাখতে হবে। দলীয়করণ ও হয়রানি বন্ধ করতে হবে।  ধান ভুট্টা আলু সহ সকল কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। শিক্ষার মান উন্নয়নে বরাদ্দ বৃদ্ধি করতে হবে।

বক্তারা আরও বলেন, কৃষকরা যেন স্বল্পমূল্যে তাদের কৃষিপণ্য হিমাগারে রাখতে পারে সেজন্য জেলায় হিমাগার স্থাপনে সরকারের কাছে জোর দাবি জানানো হয়। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য  সকল খেতমজুর ও কৃষকদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশগ্রহণ করার আহব্বান জানানো হয়।

সংগঠনের সদর উপজেলা সভাপতি প্রভাষক কমরেড গোলাম সাদেক লেবুর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্যনির্বাহী প্রধান সমন্বয়ক কমরেড মাসুদ রানা, জেলা আহ্বায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, খেতমজুর ও কৃষক সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকা, নারীনেত্রী নিলুফার ইয়াসমিন শিল্পী, ডাক্তার আব্দুল জব্বার, অতুলচন্দ্র প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন কৃষিতে | বাজেটের | ৪০ | ভাগ | | বরাদ্দের | দাবিতে | | বিক্ষোভ