বিএনপি

অন্যের কাছে গোলামি করতে বাংলাদেশ স্বাধীন হয়নি : গয়েশ্বর

অন্যের কাছে গোলামি করতে বাংলাদেশ স্বাধীন হয়নি : গয়েশ্বর
মিয়ানমার সীমান্তে নিরীহ মানুষ মারা যায়, কিন্তু সরকার কোন প্রতিবাদ করে না। অন্যের কাছে গোলামি করতে বাংলাদেশ স্বাধীন হয়নি। বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে নারী শিশু অধিকার আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি। গয়েশ্বর বলেন, চীন নিয়ন্ত্রিত দেশ মিয়ানমারে নিজেরা গোলাগুলি করে সেখানকার সেনারা বাংলাদেশে আসছে। এটা নতুন খেলা কিনা ভাবতে হবে। দেশ নিয়ে যে ছিনিমিনি খেলা হচ্ছে, এর জবাব সরকারকে একদিন ঠিকই দিতে হবে। সরকার ক্ষমতায় থাকলে মানুষ ন্যুনতম সম্মান নিয়ে বেঁচে থাকতে পারবে না দাবি করে গয়েশ্বর বলেন, শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ওই নারী নয়, সমগ্র বাংলাদেশই আজ ধর্ষিত হয়েছে। এ সময় আর প্রতিবাদ নয়, এখন থেকে প্রতিরোধ হবে বলেও হুঁশিয়ারি দেন গয়েশ্বর চন্দ্র রায়।

এ সম্পর্কিত আরও পড়ুন অন্যের | কাছে | গোলামি | করতে | বাংলাদেশ | স্বাধীন | হয়নি | | গয়েশ্বর