আর্কাইভ থেকে জাতীয়

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

মহামারির প্রাদুর্ভাব বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। বলেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

সোমবার (১৫ মার্চ) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মানুষের মধ্যে অতিরিক্ত আত্মবিশ্বাস কাজ করছে, এটি উদ্বেকজনক। মাস্ক পরা বাধ্যতামূলক করতে মোবাইল কোর্ট বসানোর সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিটি হাসপাতালে করোনা ইউনিটকে প্রস্তুত থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, আগামী ৩০ মার্চ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। তবে, গত শুক্রবার (১২ মার্চ) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, সংক্রমণ বাড়লে  শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন শিক্ষাপ্রতিষ্ঠান | খোলার | সিদ্ধান্ত | পুনর্বিবেচনা | করা | হবে | স্বাস্থ্যমন্ত্রী