আমদানি-রপ্তানি

চাল-চিনি-তেল-খেজুরে শুল্ক কমিয়েছে সরকার

চাল-চিনি-তেল-খেজুরে শুল্ক কমিয়েছে সরকার
আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে চাল, চিনি, তেল ও খেজুরে ভ্যাট ও শুল্ক কমিয়েছে সরকার। এরমধ্যে খেজুরে আমদানি শুল্ক ১০ শতাংশ, চালে রেগুলেটরি ডিউটি ২০ শতাংশ, তেলে মূসক ৫ শতাংশ ও চিনিতে শুল্ক প্রত্যাহার করেছে সরকার। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) আলাদা চার প্রজ্ঞাপনে রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন চালচিনিতেলখেজুরে | শুল্ক | কমিয়েছে | সরকার