৮ ফেব্রুয়ারি বাদ যোহর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার (সাদপন্থি) দ্বিতীয় পর্ব। মাওলানা হারুন এর (পাকিস্তানি) আনুষ্ঠানিক আম বয়ানের মধ্য দিয়ে মূল পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
তিনি জানান, ইজতেমার দ্বিতীয় পর্বে বিশ্ব তবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অংশগ্রহণের সিদ্ধান্ত না হয়ে থাকলেও গত বৃহস্পতিবার তার তিন ছেলে ময়দানে এসেছেন।
তাদের ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান বাংলাদেশের শীর্ষ শুরা সদস্য সৈয়দ ওয়াসিফুল ইসলাম। বর্তমানে তারা বিদেশি তাঁবুর ১নম্বর বিল্ডিংয়ে বিশ্ব ইজতেমার শীর্ষস্থানীয় শুরা সদস্যদের সঙ্গে অবস্থান করছেন।
ইজতেমার মিডিয়া সমন্বয়কারী তাবলীগ জামাতে মুরুব্বিরা কে কখন বয়ান করবেন, সে বিষয়ে বিস্তারিত সূচি গণমাধ্যমকে প্রধান করেছেন। সে অনুযায়ী-
বৃহস্পতিবার যারা বয়ান করবেন: বৃহস্পতিবার বাদ জোহর পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে। তার বয়ান বাংলায় অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন। আসর পরে বয়ান করবেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাগরিবের পর বয়ান করবেন মাওলানা আব্দুল ছাত্তার (ভারত) বাংলায় অনুবাদ মুফতি জিয়া বিন কাসেম।
শুক্রবার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মাওলানা ইলিয়াস বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ করবেন মনির বিন ইউসুফ সকাল ১০টায় তালিম করবেন মাওলানা ইলিয়াস সাহেব ভারত। তার তালিমের বাংলায় অনুবাদ করবেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। জুম্মার পরে বয়ান করবেন শেখ মোফলে (আরবি) বাংলায় অনুবাদ করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনছুর আসরের পরে বয়ান মাওলানা মোশারফ (বাংলাদেশি) মাগরিবের পরে বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ মাওলানা জিয়া বিন কাসেম।
শনিবার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মাওলানা সাঈদ বিন সাদ সাহেব (ভারত) বাংলায় অনুবাদ করবেন মুফতি ওসামা ইসলাম যোহরের পরে বয়ান করবেন মাওলানা শরিফ (ভারত) বাংলায় অনুবাদ করবেন মাওলানা মাহমুদুল্লাহ আসরের পরে বয়ান মাওলানা ওসমান (পাকিস্তানি) বাংলায় অনুবাদ করবেন মাওলানা আজিম উদ্দিন মাগরিবের পরে বয়ান করবেন মুফতি ইয়াকুব (ভারত) বাংলায় অনুবাদ মাওলানা মনির বিন ইউসুফ।
রোববার যারা বয়ান করবেন: ফজরের পরে বয়ান মুফতি মাকসুদ (ভারত) বাংলায় অনুবাদ করবেন মাওলানা আব্দুল্লাহ বয়ানের পরে হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব। বাংলায় অনুবাদ করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব।