খেলাধুলা

নাটকিয়তা শেষে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত

নাটকিয়তা শেষে যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশ-ভারত
নাটকিয়তা শেষে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপে্র ফাইনালে বাংলাদেশ - ভারতকে যৌথভাবে জয়ী ঘোষণা করেছেন ম্যাচ কমিশনার। এর আগে ট্রাইবেকারে ফলাফল নির্ধারণ না হওয়ায় টসে ভারতকেকে চ্যাম্পিয়ান ঘোষণা করেন  রেফারি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে এ সিদ্ধান্ত দেন ম্যাচ কমিশনার ডি সিলভা জয়সুরিয়া দিলান। এর আগে টস কান্ডে ম্যাচ কমিশানের ভুলে জয়ী ঘোষণা করা হয় ভারতকে। এ সিদ্ধান্তে আপত্তি জানায় বাংলাদেশ। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া বিভাগ জানায়, ম্যাচের রেফারি টস করে ভুল করেছিলেন। সেই ভুলটা শুধরে তিনি টাইব্রেকারের সাডেন ডেথ নতুন করে শুরু করতে চেয়েছেন। ভারত সেই সিদ্ধান্ত না মেনে মাঠ ছেড়ে গেছে। ম্যাচ স্থগিত করার পর ম্যাচ কমিশনার জানিয়েছিলো ৩০ মিনিটের মধ্যে ভারতকে মাঠে নামতে হবে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত মেনে মাঠে না নামলে বাংলাদেশ চ্যাম্পিয়ন ঘোষণা করবে ম্যাচ রেফারি। প্রসঙ্গত, ম্যাচ কমিশনারের নজিরবিহীন ভুলে বিতর্কের পরে এ চূড়ান্ত সিদ্ধান্ত এলো।

এ সম্পর্কিত আরও পড়ুন নাটকিয়তা | শেষে | যৌথ | চ্যাম্পিয়ন | বাংলাদেশভারত