এশিয়া

‘মুরগির খাঁচায় ঘুমাই, এখন এটাই আমাদের জীবন’

‘মুরগির খাঁচায় ঘুমাই, এখন এটাই আমাদের জীবন’
মুরগির খাঁচা হলেও এখানে কোনো মুরগির দেখা নেই। এখন খাঁচাটি কিছু ফিলিস্তিনি পরিবারের অস্থায়ী ঠিকানা-আবাসস্থল। সেখানে দেখা যায়, লোহার তৈরি  মুরগির খাঁচায় প্রয়োজনীয় জিনিসপত্র ও কম্বল নিয়ে শুয়ে আছে বেশ কয়েকটি শিশু।  টিনের ছাদ থেকে পানি পড়ছে আর তারা মুরগির খাঁচায় ঘোমায়। অবরুদ্ধ গাজায় এভাবেই  কাটছে বেশ কয়েকটি ফিলিস্তিনি পরিবারের জীবন। মাত্র ১৪০ বর্গমাইল আয়তনের এই অবরুদ্ধ ভূখণ্ডে প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে মৃত্যুমিছিল। গত চার মাসে  ২৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আরও ৬৬ হাজারের বেশি। তাদের বেশিরভাগই নারী ও শিশু। কোথাও নেই নিরাপদ আশ্রয়। গাজার দক্ষিণাঞ্চলীয় শরণার্থী শিবিরগুলোতে উপচে পড়া ভিড়। ইসরায়েলি সেনাদের হামলা থেকে বাঁচতে যেভাবে পারছে ফিলিস্তিনিরা নিরাপদ আশ্রয় খুঁজছেন।এমতাবস্থায় মুরগির ফার্মকেই নিরাপদ আশ্রয় মনে করছে এমন কয়েকটি পরিবার। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভিডিও নিউজ এজেন্সি-ভিয়োরির এক প্রতিবেদনে বাস্তচ্যুত  ফিলিস্তিনি পরিবারের এক সদস্যের করুন কাহিনী উঠে এসেছে। তিনি  শুনিয়েছেন ইসরায়েলি  সেনাদের হামলা থেকে বাঁচার এক আপ্রাণ  চেষ্টার কাহিনী।  জানিয়েছেন-কারো কাছ থেকে তাবু বা সহযোগিতা না পেয়ে তারা এখানে এভাবে থাকতে বাধ্য হয়েছেন। টিনের ছাদ থেকে বৃষ্টির পানি পড়ছে, আর তারা মুরগির খাঁচায় ঘুমাচ্ছে। এটাই এখন তাদের জীবন। ইসরায়েলি বহিনীর চলমান হামলার মধ্যেই  ঘন বসতিপূর্ণ দক্ষিণ গাজায় হঠাৎ করে কয়েক লাখ মানুষের আগমন পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। পানি, খাদ্য ও জ্বালানির সংকটে দুর্বিষহ হয়ে উঠেছে গাজাবাসীর জীবন। ‘বিদ্যুৎ, পানি, ইন্টারনেট কিছুই নেই। বিশুদ্ধ পানি  ও স্বাস্থ্যসেবার  অভাবে  এই অঞ্চলে সংক্রামক রোগের প্রাদুর্ভাব ঝুঁকি থাকায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। ইসরায়েলে গত ৭ অক্টোবর হামলা চালায়  ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় ১ হাজার ২০০ জনের মতো নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩২০ জনের মতো সেনা রয়েছেন। এ ছাড়া গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে আরো ৮০ জনের মতো ইসরাইলি সেনা প্রাণ হারিয়েছে।হামাসের ওই হামলার জবাবে এখনও   অব্যাহত রেখেছে দেশটির সেনাবাহিনী। আর হামলা থেকে  বাঁচতে ঘরবাড়ি ছেড়ে গাজার দক্ষিণাঞ্চলে বাস্তুচ্যুত হয়েছেন লাখো ফিলিস্তিনি।

এ সম্পর্কিত আরও পড়ুন মুরগির | খাঁচায় | ঘুমাই | এখন | এটাই | আমাদের | জীবন