আইন-বিচার

রমজানে নিত্য পণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা ভন্ডুল করলো র‍্যাব

রমজানে নিত্য পণ্যের সংকট সৃষ্টির অপচেষ্টা ভন্ডুল করলো র‍্যাব
রমজান মাসে দেশের বাজারে নিত্য পণ্যের সংকট সৃষ্টির কয়েকটি অপচেস্টা ভন্ডুল করে দিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব। রাতে রাজধানীর ডেমরার সিরাজ উদ্দিন রোড, ডগাইর বাসের পুলপাড়া, সাধুর মাঠ এবং সারুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এসব অপচেষ্টা নস্যাৎ করা হয়। এ সময় জব্দ করা হয় ১ লাখ পচানব্বই হাজার আটশ কেজি চাল, ৩৩ হাজার ১শ দুই লিটার সয়াবিন তেল, ৪ হাজার ৮’শ কেজি আটা, ১ হাজার কেজি ডাল ও ছোলা, ১ হাজার ৫০ কেজি চিনি, আরো ৪০হাজার কেজি ডাল এবং ৪০ হাজার কেজি ময়দা । গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিগত প্রায় দুই সপ্তাহ যাবত র‍্যাব ৩ কয়েকটি অনুসন্ধান চালায়। তথ্যের সত্যতা পেয়ে বৃহস্পতিবার রাতে অভিযান শুরু করে। এসময় উল্লেখিত এলাকার মক্কা মদিনা রা্ইস এজেন্সী, মা রাইচ এজন্সী, বিসমিল্লাহ জেনারেল স্টোর, আল ফারাবী ফুড অ্যান্ড বেভারেজ ইন্ডাস্ট্রীজ এবং বাবুল ট্রেডার্সের গুদামে অভিযান চালানো হয়। এসব গুদাম থেকে উল্লেখিত পরিমান নিত্য পন্য জব্দ করা হয়। একই সঙ্গে অবৈধ ভাবে নিত্য পন্য মজুদের দায়ে মক্কা মদিনা রাইস এজেন্সী কর্তৃপক্ষকে ৩ লাখ ,মা রাইচ এজেন্সী কর্তৃপক্ষকে ৫০ হাজার, বিসমিল্লাহ জেনারেল স্টোর কর্তৃপক্ষকে ৫০ হাজার, আল ফারাবী ফুড বেভারেজ অ্যান্ড ইন্ডাস্ট্রীজ কর্তৃপক্ষকে ৫০ হাজার এবং বাবুল ট্রেডার্স কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা করেন র‍্যাবের ভ্রাম্যামান আদালতের ম্যাজিষ্ট্রেট।

এ সম্পর্কিত আরও পড়ুন রমজানে | নিত্য | পণ্যের | সংকট | সৃষ্টির | অপচেষ্টা | ভন্ডুল | করলো | র‍্যাব